BGMI ফিরে আসায় আনন্দে আত্মহারা হচ্ছেন? এই শর্তগুলি না মানলে গেম খেলতে পারবেন না

BGMI ফিরে আসায় খুশি হওয়ার আগে আপনাকে জেনে নিতে হবে আপনি সমস্ত শর্ত মেনে গেমটি খেলবেন কিনা

প্রায় দশ মাসের নিষিদ্ধ থাকার পর ভারতে ফের ফিরে এসেছে ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India)। গেম ডেভলপার Krafton ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, এই গেমটিকে ৯০ দিনের ট্রায়াল পিরিয়ডের জন্য ভারতে দ্বিতীয়বার লঞ্চ করা হচ্ছে। আর ভারত সরকারের নির্দেশ মেনে BGMI গেমটিতে আগের থেকে অনেক বদলও করা হয়েছে। আর এই ট্রায়াল পিরিয়ডে সরকারি সংস্থাগুলি পরীক্ষা করে দেখবে যে, তাদের সমস্ত শর্ত অনুসরণ করা হচ্ছে কিনা। এর মধ্যে কিছু শর্ত খেলোয়াড়দের জন্যও প্রযোজ্য হবে।

অর্থাৎ BGMI ফিরে আসায় খুশি হওয়ার আগে আপনাকে জেনে নিতে হবে আপনি সমস্ত শর্ত মেনে গেমটি খেলবেন কিনা। বিশেষ করে ১৮ বছরের থেকে কম বয়সিচ খেলোয়াড়দের জন্য খারাপ খবর আছে। কারণ অন্যান্যদের থেকে তাদের অনেক বেশি বিধি-নিষেধ মেনে চলতে হবে। আসুন জেনে নিই BGMI খেলার জন্য খেলোয়াড়দের কি কি বিধি-নিষেধ মেনে চলতে হবে।

BGMI খেলার বিধি নিষেধ-

  • বয়সের সীমাবদ্ধতা-

বিজিএমআই খেলার জন্য ১৮ বছরের থেকে কম বয়সী খেলোয়ারদের অবশ্যই একজন অভিভাবককে রেজিস্টার করাতে হবে। আর তারা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) এর সাহায্যে লগইন করলে তবেই গেমটি খেলার সুযোগ পাবে।

  • সময়ের সীমাবদ্ধতা-

১৮ বছরের কম বয়সি খেলোয়াড়রা প্রতিদিন একটি সীমিত সময়ের জন্য এই খেলাটি খেলতে পারবে। এই বয়সের খেলোয়াড়দের দিনে তিন ঘন্টা খেলার সময় দেওয়া হবে। আর এরই মাঝে তাদের বিরতি নেবার জন্য অনুরোধও পাঠানো হবে। যাতে তারা একটানা না খেলে খেলার মাঝে বিরতি নিতে পারে।

  • In Game খরচের সীমাবদ্ধতা-

সরকারের নির্দেশ মেনে ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ডেভলপার ঠিক করেছে ইন গেমে বেশি খরচ করা যাবে না। তাই খেলোয়াড়রা যাতে বেশি টাকা খরচা করে না ফেলে, সেই কারণে প্রতিদিন একটি খরচের সীমা বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে একদিনে ইন গেম আইটেমের জন্য খেলোয়াড়েরা ৭০০০ টাকার (৮৫$) বেশি খরচা করতে পারবে না।

আসলে সরকারের তরফে জানানো হয়েছে যে, এই ধরনের যুদ্ধের গেমগুলি খেললে কম বয়সী খেলোয়াড়রা আসক্ত হয়ে পড়তে পারে। তাই এতে বিভিন্ন বিধি-নিষেধ যুক্ত করা হয়েছে। আর গেমের ডেভলপাররা সরকারের নির্দেশ মেনেই গেম থেকে হিংসাত্মক গ্রাফিক্স সরিয়ে দিয়েছে। রক্তের রংও বদলে দিয়েছে। এছাড়াও এখানে প্লেয়ারকে মেরে ফেলার বদলে তাকে এলিমিনেটেড করার নোটিফিকেশন স্ক্রিনে দেখা যাবে বলে জানা গিয়েছে।