Categories: Games

BGMI UC Free: একদম বিনামূল্যে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ইউসি পাওয়ার সেরা উপায়

দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে ভারতে প্রত্যাবর্তন করেছে ‘Battlegrounds Mobile India’ (BGMI)। শুধু তাই নয়, এই জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেমটির প্রি-লোড ভার্সনকে ইতিমধ্যেই গুগল প্লে স্টোর থেকে ৫ কোটিরও বেশি বার ডাউনলোড করার হয়েছে বলে সগর্বে ঘোষণা করেছে ডেভেলপার সংস্থা ক্র্যাফটন (Krafton)। কিন্তু এই বিপুল সংখ্যক ডাউনলোডের সাথে, আলোচ্য গেমের ইন-গেম পারচেস বা কেনাকাটাও আকস্মিক বহু গুন বেড়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, BGMI -এ কেনাকাটা করতে হলে খেলোয়াড়দের ‘Unknown Cash’ বা UC ব্যবহারের প্রয়োজন হয়ে, যা কিনা গেমের জন্য ইন-গেম কারেন্সি বা মুদ্রা স্বরূপ।

আর BGMI গেমিং প্ল্যাটফর্মে বিনামূল্যে UC উপার্জন করা যতটা সহজ বলে মনে করেন কিছু জন, ততটা কিন্তু সহজ নয়। অনেক ক্ষেত্রে, গেমারদের ইন-গেম পারচেসের জন্য পর্যাপ্ত UC সংগ্রহ করতে নগদ অর্থ ব্যয় করতে হয়। তবে সব প্লেয়ারের টাকার বিনিময়ে UC কেনার সামর্থ্য থাকে না, বা গেমের পেছনে অযথা অর্থ ব্যয় করতে চায় না অনেকেই। এমত অবস্থায় আজ আমরা এই প্রতিবেদনে আপানাদের ‘Battlegrounds Mobile India’ গেমে বিনামূল্যে UC উপার্জন করার ৫টি সেরা উপায় সম্পর্কে জানাবো৷ পদ্ধতিগুলি অনুসরণ করলে UC আয় করার পাশাপাশি আপনাদের গেমিং অভিজ্ঞতাও যথেষ্ট উন্নত হবে।

BGMI -এ বিনামূল্যে UC উপার্জনের ৪টি সেরা উপায়

১) Google Opinion rewards

টেক জায়ান্ট Google, ‘Opinion Rewards’ নামের একটি অ্যাপ তৈরি করেছে। যারা বিনামূল্যে UC উপার্জনের উপায় খুঁজছেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এর জন্য প্রথমেই আপনাদের এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এর পর লগ-ইন করুন। এরপর কয়েকটি সহজ সার্ভে বা সমীক্ষায় অংশগ্রহণ করতে বলা হবে। সার্ভেগুলিতে অংশগ্রহন করার পরে, আপনাকে কিছু গুগল প্লে ক্রেডিট দেওয়া হবে। এগুলিকে আপনারা নগদ অর্থের সাথে বিনিময় করতে পারেন এবং তারপর UC কিনতে সেই অর্থ ব্যবহার করতে পারেন।

২) গিভঅ্যাওয়ে / উপহার:

বহু জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব (YouTube) চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে BGMI -এর ‘রয়্যাল পাস’ (Royale Pass) এবং UC উপহার স্বরূপ দিয়ে থাকেন। BGMI -তে বিনামূল্যে UC পাওয়ার ক্ষেত্রে এই পন্থা সর্বাধিক নিরাপদ এবং সহজ। আর তাই আপনারা যে কনটেন্ট ক্রিয়েটার বা অর্গানাইজেশনগুলিকে অনুসরণ করছেন, তাদের দৈনিক সোশ্যাল মিডিয়া পোস্টগুলি মনোযোগ সহকারে ফলো করুন। এই ধরণের গিভঅ্যাওয়ে বা উপহারগুলি আগাম কোনো ঘোষণা ছাড়াই দেওয়া হয়ে থাকে। আর বাকিটা আপনাদের ভাগ্যের উপর নির্ভর করছে!

৩) Redeem Code :

অন্যান্য ‘ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন’ (MMO) গেমের মতো, BGMI -এর ডেভলপার ক্রাফটন -ও প্রায়শই কোড রিলিজ করে থাকে। এই কোডগুলিকে ইন-গেম রিওয়ার্ডের জন্য খেলোয়াড়রা ব্যবহার করতে পারেন। রিওয়ার্ডের মধ্যে ইন-গেম কারেন্সি UC -ও অন্তর্ভুক্ত থাকে। এক্ষেত্রে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে BGMI -এর রিডিম কোড খুব সহজেই খুঁজে পেতে পারেন। এরপর, গেমটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘BGMI রিডেম্পশন সেন্টার’ নামক বিকল্পে চলে যেতে হবে। এখানে আপনাদের নিজেদের ক্যারেক্টার আইডি লিখতে হবে, তারপর কোড রিডিম কোড পেস্ট করতে হবে এবং অবশেষে ‘ওকে’ বাটনে ক্লিক করে পুরস্কার দাবি করতে হবে। তবে রিওয়ার্ড দেওয়ার আগে আপনাদের একটি ক্যাপচা কোড দিতে হবে।

৪) কাস্টম রুম/টুর্নামেন্ট :

কিছু কনটেন্ট ক্রিয়েটররা তাদের ফলোয়ার বা অনুসরণকারীদের জন্য প্রতিদিন কাস্টম রুম এবং টুর্নামেন্টের আয়োজন করে থাকেন। এক্ষেত্রে বিজয়ীদের জন্য পুরস্কার স্বরূপ – এলিট রয়্যাল পাস, UC সহ আরও অনেক কিছু দেওয়া হয়। ফলে BGMI -এ বিনামূল্যে UC উপার্জন করার এটি আরেকটি অন্যতম সেরা উপায় হতে পারে। তবে জয়ী হওয়ার জন্য আপনাদের গেমিং স্কিলও দুর্ধর্ষ হতে হবে, নইলে জেতার সুযোগ কম থাকবে। এছাড়া এই ধরণের টুর্নামেন্টে অংশগ্রহণ করলে বিনামূল্যে পুরষ্কার পাওয়ার পাশাপাশি, আপনাদের গেমিং অভিজ্ঞতা ও দক্ষতা উভয়ই উন্নত হবে।

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

1 hour ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

1 hour ago

Airtel: বন্যায় বিপর্যস্ত গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবার ঘোষণা এয়ারটেলের

Airtel উত্তর-পূর্ব ভারতের প্রিপেড গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে।…

2 hours ago

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

2 hours ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

2 hours ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

3 hours ago