BGMI গেমাররা জিততে পারেন 2 কোটি টাকা, চলছে Battlegrounds Mobile India Pro Series 2024 ইভেন্ট

Battlegrounds Mobile India (BGMI) গেমের ডেভেলপার ক্র্যাফটন নতুন গেমিং টুর্নামেন্টের ঘোষণা করল, যার নাম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া প্রো সিরিজ 2024 (BMPS)। 20 আগস্ট থেকে শুরু…

Bgmi Announced Battlegrounds Mobile India Pro Series 2024 Win Up To Rs 2 Crore

Battlegrounds Mobile India (BGMI) গেমের ডেভেলপার ক্র্যাফটন নতুন গেমিং টুর্নামেন্টের ঘোষণা করল, যার নাম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া প্রো সিরিজ 2024 (BMPS)। 20 আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে 128টি দল অংশ নিচ্ছে এবং মোট 2 কোটি টাকা পুরস্কার পাওয়া যাবে। আসুন এই ই-স্পোর্টস ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Battlegrounds Mobile India Pro Series 2024 (BMPS) গতকাল থেকে শুরু হয়েছে

BMPS 2024 টুর্নামেন্টটি আগামী 40 দিন ধরে চলবে এবং মোট 128 টি দল এতে অংশ নিতে চলেছে। এই সিরিজে লিগ পর্ব এবং গ্র্যান্ড ফাইনাল সহ দুটি পর্যায়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। 128টি দলকে রেড ও ব্লু গ্রুপে ভাগ করে খেলানো হবে। এই দুই গ্রুপকে চারটি অংশে ভাগ করা হবে এবং প্রতি গ্রুপে 16টি করে দল থাকবে।

টুর্নামেন্ট চলবে 19 সেপ্টেম্বর পর্যন্ত

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া প্রো সিরিজ গেমিং টুর্নামেন্টটি আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং প্রথম রাউন্ডে সব গ্রুপকে 6টি করে ম্যাচ খেলতে হবে। আর 64টি দল দ্বিতীয় রাউন্ডে যাবে। 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের খেলার পর 16-16 গ্রুপে বিভক্ত 64টি দলের মধ্যে 48টি যাবে রাউন্ড-3-এ। 11 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে চলা তৃতীয় রাউন্ডে 16-16 জনের তিনটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি দল ৮টি করে ম্যাচ খেলবে। শেষ পর্যন্ত 24টি দল সেমিফাইনালে উঠবে।

15 থেকে 18 সেপ্টেম্বর সেমিফাইনালে ২৪টি দল একে অপরের মুখোমুখি হবে। তিন গ্রুপে বিভক্ত হয়ে শেষ পর্যন্ত ফাইনাল খেলবে 16টি দল। এই দলগুলি 27 থেকে 29 সেপ্টেম্বর কোচিতে ফাইনালে খেলবে।

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া প্রো সিরিজ গেমিং টুর্নামেন্টে জিতলেই লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাওয়া যাবে

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া প্রো সিরিজ 2024 (বিএমপিএস) জিতলে 75 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। দ্বিতীয় স্থানে থাকা দল পাবে 30 লক্ষ টাকা পুরস্কার এবং তৃতীয় স্থানে থাকা দল পাবে 20 লক্ষ টাকার বড় পুরস্কার।