ভারতে ফিরছে BGMI, লঞ্চের সময় জানিয়ে দিলেন টেকনিক্যাল গুরুজি

আপনি কি Battlegrounds Mobile India (BGMI) গেমের মস্ত বড়ো ভক্ত ছিলেন, তবে চলতি বছরে ভারতে এটি নিষিদ্ধ হয়ে যাওয়ায় ভয়ানকভাবে মুষড়ে পড়েছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে সম্প্রতি জানা গিয়েছে যে, খুব শীঘ্রই এই গেমটি আবার ভারতে ফিরতে পারে। একাধিক অনলাইন রিপোর্ট বলছে যে, গেমটি আবার এদেশে উপলব্ধ হবে, এমনকি এটির আগমনের সম্ভাব্য সময়সীমাও অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। সত্যিই কি তাহলে আবার ভারতে BGMI-এর প্রত্যাবর্তন ঘটবে? আসুন বিস্তারিতভাবে এ সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে ফিরছে BGMI

টেকনিক্যাল গুরুজি (Technical Guruji) নামে সুপরিচিত গৌরব চৌধুরী (Gaurav Chaudhary) তার সাপ্তাহিক টেক ফোকাস ইউটিউব (Weekly Tech Focus YouTube) ভিডিও সিরিজের ১২ তম পর্বে দাবি করেছেন যে, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা বিজিএমআই এই বছরের শেষের দিকে ভারতে পুনরায় ফিরে আসতে পারে। তিনি আরও বলেছেন যে, গেমটিকে একটি নতুন রূপে দর্শকদের জন্য উপলব্ধ করা হবে। অন্যদিকে, ভারতের এস্পোর্টস কমিউনিটির (India’s Esports community) আর-এক জনপ্রিয় ইউটিউবার পীযূষ ‘স্পেরো’ বাথলা (Piyush ‘Spero’ Bathla)-ও একটি ভিডিওতে বলেছেন যে, ভারতে পুনরায় বিজিএমআই-এর প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল; তবে ২০২২ সালের ডিসেম্বরের আগে এই গেমের দেখা পাবেন না ইউজাররা।

২০২৩ সালের মাঝামাঝি এদেশে পুনরায় লঞ্চ হতে পারে BGMI

একটি ইনস্টাগ্রাম (Instagram) লাইভ ভিডিও মারফত ওরাংওটান গেমিং (Orangutan Gaming) বলেছেন‌ যে, গেমটি আবার এদেশে ফিরবে, তবে তা খুব শীঘ্রই নয়। বহুল জনপ্রিয় এই গেমারের মতে, একটি নতুন ভারতীয় সংস্থার হাত ধরে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া পুনরায় এদেশে পা রাখতে পারে। তিনি আরও বলেছেন যে, গেমটির নামও সম্ভবত বদলে দেওয়া হবে। তবে বিজিএমআই-এর লঞ্চের তারিখ সম্পর্কে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু না জানা গেলেও, তিনি আশা করছেন যে, গেমটি ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এদেশে আসতে পারে।

ভারতীয় গেমারদের জন্য সত্যি সত্যিই সুদিন আসবে কি না, তা একমাত্র সময়ই বলতে পারবে

মোদ্দা কথা হল, লঞ্চের সঠিক তারিখ সম্পর্কে এখনও পর্যন্ত সুনিশ্চিতভাবে কিছু না জানা গেলেও এই বিষয়টি স্পষ্ট যে, ভারতীয় গেমাররা আবারও একবার মহানন্দে বিজিএমআই খেলার সুযোগ পাবেন। ফলে দেশের আপামর গেম লাভারদের জন্য এ যে এক দারুণ সুসংবাদ, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। তবে অনলাইন টিপস্টারদের পক্ষ থেকে গেমটির প্রত্যাবর্তনের খবর মিললেও, সরকারের তরফে কিন্তু এ ব্যাপারে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাই সত্যি সত্যিই এদেশে আবার বিজিএমআই-এর দেখা পাওয়া যাবে কি না, তা একমাত্র সময়ই বলতে পারবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২০ সালের তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারার (Section 69A of the Information Technology Act 2000) অধীনে দু-বছর আগে ভারতে PUBG Mobile-কে নিষিদ্ধ করা হলেও ২০২১ সালে Battlegrounds Mobile India বা BGMI নাম নিয়ে গেমটি আবার এদেশে ফিরে আসে। কিন্তু ইউজারদের গোপনীয়তা তথা সুরক্ষাকে কেন্দ্র করে আইনের জটাজালে জড়িয়ে যাওয়ায় কেন্দ্রের নির্দেশে আবারও চলতি বছরের জুলাই মাসে ভারতে এই গেমটিকে ব্যান করা হয়, যার জেরে Google Play Store এবং Apple-এর App Store থেকে গেমটিকে সরিয়ে ফেলা হয়েছে। সেক্ষেত্রে সরকারের ছাড়পত্র পেয়ে BGMI প্রকৃতপক্ষেই আবারও এদেশে ফিরে আসে কি না, এখন সেটাই দেখার…