Free fire max-gamers-win-free-gold-and-bundle-rewards-with-latest-events-and-missions

Free Fire Max গেমাররা পাচ্ছেন গোল্ড জেতার সুবর্ণ সুযোগ, চলে‌ এল নয়া ইভেন্ট

জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম ‘ফ্রি ফায়ার ম্যাক্স’ খেলোয়াড়দের সর্বাধিক সেরা গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য প্রায়শই নতুন আপডেট নিয়ে আসে। সাথে ইভেন্টেরও আয়োজন করা হয়। যেমন এখন ৭তম বার্ষিকী উপলক্ষে ডেভলপার সংস্থা গ্যারেনা ইন্টারন্যাশনাল একটি বিশেষ ইভেন্ট নিয়ে চলে এসেছে। যা প্রায় দুই সপ্তাহ ধরে লাইভ থাকবে। এই ইভেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে খেলোয়াড়রা বিনামূল্যে গোল্ড এবং বান্ডিল পুরস্কার জিতে নিতে পারবেন। এমনকি অ্যানিমোস্পিডার -ও বান্ডিল জেতার সুযোগ দিচ্ছে গ্যারেনা। যদিও শুধুমাত্র ইভেন্টে অংশ নিলেই কিন্তু পুরস্কার জেতা যাবে না। ইন-গেম মিশন সম্পন্ন করতে হবে। তবেই দেওয়া হবে টোকেন। যা রিডিম করে নানাবিধ পুরস্কার পাওয়া যাবে। আজ আমরা এই প্রতিবেদনে ইভেন্টে অংশ নেওয়ার পদ্ধতি এবং কোন পুরস্কার পাওয়ার জন্য কতগুলো সিল টোকেন লাগবে তা জানাবো।

সিল টোকেন অর্জনের মাধ্যমে এই পুরস্কারগুলি জিততে পারবেন গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমাররা

  • ১০০০এক্স গোল্ড জিততে মোট ৫০টি সিল টোকেন অর্জন করতে হবে।
  • বিনামূল্যে ৫এক্স র‍্যান্ডম লোডআউট লুট ক্রেট হস্তগত করতে চাইলে জিততে হবে ১০০টি সিল টোকেন৷
  • ৭তম বার্ষিকী পিন পেতে চাইলে আপনাদের কাছে ১৫০টি সিল টোকেন চাওয়া হবে।
  • ২০০টি সিল টোকেন রিডিম করার মাধ্যমে আপনারা অ্যানিমো ফেসপেইন্ট পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন।
  • যদি সম্পূর্ণ বান্ডিল বিনামূল্যে নিজের করতে চান, তবে ২৫০টি সিল টোকেন লাগবে।

আবারো বলে দিই, সিল টোকেন জেতার জন্য আপনাদের ইন-গেম মিশনগুলি সম্পন্ন করতে হবে। তারপরই টোকেন দেওয়া হবে। আপনারা যদি কিভাবে মিশনে অংশ নেবেন তা না জেনে থাকেন, তবে নীচে দেওয়া ধাপ অনুসরণ করুন।

ফ্রি ফায়ার ম্যাক্স গেমে টোকেন বা পুরস্কার জেতার পদ্ধতি:

  • প্রথমে আপনাদের ফ্রি ফায়ার গেমের লেটেস্ট সংস্করণে ডাউনলোড করতে হবে।
  • তারপর গেমিং অ্যাপ্লিকেশন ওপেন করুন।
  • এবার ইভেন্ট বিভাগে চলে যান এবং ৭তম বার্ষিকী বা অ্যানিভার্সারি বিভাগে ট্যাপ করুন।
  • এরপর এন্টার বাটনে ট্যাপ করুন। এমনটা করলেই নতুন পেজ খুলে যাবে।
  • এখানে ‘চ্যাপ্টার ১’ লেখা একটি বিকল্প দেখতে পাবেন, এটি চয়ন করুন। এরপরে মিশনে অংশ নেওয়া যাবে।
  • পরিশেষে মিশনগুলি সম্পন্ন করার মাধ্যমে আপনারা টোকেন অর্জন করতে পারবেন, যা রিডিম করে গোল্ড সহ অন্যান্য পুরস্কার ক্লেম করা যাবে।