Realme 11 Pro 5G রূপে-গুণে বাজার কাঁপাতে হাজির 100MP ক্যামেরা, 67W চার্জিং সহ দুর্ধর্ষ ফিচার্স

রিয়েলমি আজ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে তাদের নতুন প্রিমিয়াম ফোন Realme 11 Pro+ 5G লঞ্চ করল। একইসাথে সংস্থাটি Realme 11 Pro 5G নামের আরেকটি মডেল নিয়ে এসেছে এদেশে। Realme 11 Pro 5G এর প্রায় বেশিরভাগ ফিচার্স সিরিজের উচ্চতর ‘প্লাস’ ভ্যারিয়েন্টের মতো এক সমান। তবে দুই ফোনের মধ্যে পার্থক্য দেখা যাবে ক্যামেরা এবং চার্জিং বিভাগে। যেমন প্রো প্লাস ভার্সনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করলেও, প্রো-তে ১০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং বর্তমান। চলুন তাহলে Realme 11 Pro 5G এর দাম, স্পেসিফিকেশন, ওঅফিচার্স সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারতে Realme 11 Pro 5G স্মার্টফোনের দাম ও লভ্যতা

ভারতে রিয়েলমি ১১ প্রো ৫জি স্মার্টফোনকে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ২৪,৯৯৯ টাকা ও ২৭,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটি ‘প্লাস’ ভার্সনের মতো সানরাইজ বেইজ, ওয়েসিস গ্রিন, অ্যাস্ট্রাল ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। আগামী ১৬ই জুন দুপুর ১২টা থেকে রিয়েলমি ১১ প্রো সিরিজের এই রেগুলার হ্যান্ডসেটকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart), সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ ৯ই জুন মধ্যরাত থেকে Realme 11 Pro 5G স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হতে চলেছে। আর আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে আর্লি অ্যাক্সেস সেল অনুষ্ঠিত হবে। এই সময়ে ক্রেতারা ধার্য বিক্রয় মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।

Realme 11 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি ১১ প্রো ৫জি স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪১২×১০৮০ পিক্সেল) OLED কার্ভড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। মাল্টিটাস্কিং ও পারফরম্যান্সের জন্য এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। স্টোরেজ হিসাবে ডিভাইসে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আবার এই স্মার্টফোনে ১২ জিবি পর্যন্ত ডাইনামিক র‌্যাম ফিচারও সাপোর্ট করে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Realme 11 Pro 5G ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – ১০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। এই রিয়ার ক্যামেরায় হাইপারভিশন মোড সাপোর্ট করে। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে – ডুয়াল সিম আলোতে, ডুয়াল স্ট্যান্ডবাই ৫জি নেটওয়ার্কের মতো বিকল্প অন্তর্ভুক্ত। Realme 11 Pro 5G ফোনে ৬৭ ওয়াট ওয়্যারড সুপার ভুক ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এর ওজন ১৮৫ গ্রাম।