10 বছর ওয়্যারেন্টি সহ নতুন Honda Unicorn বাইক লঞ্চ হল, কেনার আগে দাম জেনে রাখুন

ভারতের বাজারে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) তাদের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল Unicorn-এর আপডেট ভার্সন লঞ্চ করল। মোটরসাইকেলটি নয়া নির্গমন বিধি OBD2 মেনে হাজির হয়েছে। যার দাম ১,০৯,৮০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। সিঙ্গেল ভ্যারিয়েন্টে এসেছে বাইকটি। 2023 Honda Unicorn-এর প্রতিপক্ষ হিসাবে বাজারে রয়েছে Bajaj Pulsar 150, TVS Apache RTR 160 2V ও Bajaj Pulsar N150।

2023 Honda Unicorn OBD2 বিধি মেনে লঞ্চ হল

হোন্ডা মোটরসাইকেলটিতে ৩ বছরের স্ট্যান্ডার্ড ওয়্যারেন্টি অফার করছে। আবার এটি ৭ বছরের এক্সটেন্ডেড ওয়্যারেন্টির বিকল্পেও বেছে নেওয়া যাবে। ২০২৩ হোন্ডা ইউনিকর্ন-এ রয়েছে একটি ১৬০ সিসি, এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ১৩.২৭ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরবিএম গতিতে ১৪.৫৮ এনএম টর্ক পাওয়া যাবে। কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ারবক্স।

ডায়মন্ড টাইপ ফ্রেমের উপর ভিত্তি করে আসা মোটরসাইকেলটির সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে হাইড্রোলিক মোনোশক উপস্থিত। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সামনে ও পেছনে রয়েছে যথাক্রমে ২৪০ মিমি ডিস্ক এবং ১৩০ মিমি ড্রাম ব্রেক। সিঙ্গেল চ্যানেল এবিএস অফার করা হয়েছে এতে। ১৮ ইঞ্চি অ্যালয় হইলে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। সামনে ৮০/১০০ সেকশন এবং পেছনে ১০০/৯০ সেকশন টায়ারে দৌড়বে বাইকটি।

Honda Unicorn এতদিন কেবল পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক এবং ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক কালার স্কিমে বেছে নেওয়া যেত। এবারে হোন্ডা এতে পার্ল সাইরেন ব্লু কালার যোগ করেছে। নতুন মোটরসাইকেলটির লঞ্চ প্রসঙ্গে সংস্থার ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) যোগেশ মাথুর বলেন, “অনন্য দর্শন, শক্তি এবং পারফরম্যান্সের দিক থেকে Honda Unicorn বরাবর নিজের ঐতিহ্য ধরে রেখেছে। লেটেস্ট স্ট্যান্ডার্ড মেনে আপডেট করা মডেলটি তার সেগমেন্টে ট্রেন্ড তৈরি করবে বলেই মনে করি।”