Luxury EV: 2021-এ ভারতে লঞ্চ হওয়া এই বিলাসবহুল বৈদ্যুতিক গাড়িগুলির সম্পর্কে জানেন?

বছর শেষ হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। এই কদিনে গাড়ি সংস্থাগুলি ভারতের বাজারে আর নতুন কোনও মডেল লঞ্চ করবে না বলেই অনুমান। এদিকে নয়া বছরে লঞ্চের তালিকায় রয়েছে একাধিক দুই ও চার চাকার গাড়ি। ইতিপূর্বে একাধিক সংস্থা সেকথা ঘোষণাও করে দিয়েছে। অন্যদিকে চলতি বছরে ভারতের বাজারে পা রেখেছে বহু অভিজাত সংস্থার বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি৷ আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক এ বছর ভারতে আত্মপ্রকাশ করা সে সব গাড়ির এক সংক্ষিপ্ত তালিকা।

Jaguar I-Pace এ বছর মার্চে ভারতের বাজারে লঞ্চ হয়েছে। এর এক্স-শোরুম মূল্য ১.০৬ কোটি টাকা। তিনটি ভ্যারিয়েন্টের বিকল্পে পাওয়া যায় এটি – এস, এসই, এইচএসই। পারফরম্যান্সের বিচারে এটি বিশ্বের অন্যতম সেরা বৈদ্যুতিক জাড়ি। এতে রয়েছে ৯০ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এর মোটর থেকে সর্বোচ্চ ৩৯৫ এইচপি শক্তি এবং 696 এনএম টর্ক পাওয়া যায়। ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে  সময় লাগে মাত্র ৪.৮ সেকেন্ড।

Audi e-tron 50, e-tron55 ও e-tron Sportback 55 জুলাই মাসে ভারতে পা রেখেছে। এর দাম শুরু ১ কোটি টাকা (এক্স-শোরুম) থেকে। e-tron55 ও e-tron Sportback 55 গাড়ি দুটিতে রয়েছে একজোড়া ইলেকট্রিক মোটর, যা থেকে উৎপন্ন হয় ৪০২ এইচপি শক্তি এবং ৬৬৪ এনএম টর্ক। এছাড়াও এতে রয়েছে ৯৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। অন্যদিকে Audi e-tron 50 এ ৭১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি রয়েছে, এবং এর মোটরটি থেকে ৩০৮ এইচপি শক্তি এবং ৫৪০ এনএম টর্ক পাওয়া যায়। এছাড়া Audi e-tron GT ও RS e tron লঞ্চ হয়েছে এ বছর।

BMW এই মাসে ভারতে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি নিয়ে এসেছে। যার নাম BMW iX৷ এটি সংস্থার ফ্ল্যাগশিপ এসইউভি ইলেকট্রিক গাড়ি। এ দেশে যার দাম ১.১৬ কোটি টাকা। এতে রয়েছে দু’টি ইলেকট্রিক মোটর যা থেকে ৩২৬ এইচপি শক্তি এবং ৬৩০ এনএম টর্ক পাওয়া যায়। মাত্র ৬.১ সেকেন্ড এর গতিবেগ ০-১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় তোলা যায়। একবার চার্জ এটি ৪২৫ কিমি রেঞ্জ দেয়।

Mercedes EQC গাড়িটি সংস্থার প্রথম বৈদ্যুতিক গাড়ি, যা ভারতের বাজারে অক্টোবরে লঞ্চ হয়েছিল। এর মূল্য ১ কোটি টাকা। এর দুটি ইলেকট্রিক মোটর থেকে ৪০২ এইচপি শক্তি এবং ৭৬০ এনএম টর্ক উৎপন্ন হয়। অন্যদিকে এর রেঞ্জ ৪৫০ কিলোমিটার।