Tata দের হাতে ভারতে iPhone 15 ও 15 Plus তৈরির গুরুভার দিল Apple, দাম কি সস্তা হবে

অ্যাপল (Apple) প্রতি বছরের মতো আগামী সেপ্টেম্বর মাস নাগাদ তাদের পরবর্তী প্রজন্মের iPhone সিরিজ লঞ্চ করবে বলে আশা করা যায়। বেশ কয়েক মাস ধরেই আসন্ন iPhone 15 লাইনআপ নিয়ে আলোচনা চলেছে। মার্কিন সংস্থাটি চলতি বছর সেপ্টেম্বরে চারটি নতুন আইফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। তার আগেই iPhone 15 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানা গেছে। ফাঁস হওয়া তথ্যগুলি থেকে বোঝা যায় যে চারটি আইফোন মডেলই অনেকগুলি ক্ষেত্রে আপগ্রেড অফার করবে। আর এখন একটি নতুন iPhone 15 সম্পর্কিত রিপোর্ট ভারতে আইফোনপ্রেমীদের জন্য সুসংবাদ নিয়ে হাজির হয়েছে। দীর্ঘদিনের আলাপ-আলোচনার পর অ্যাপল এবার অবশেষে এদেশে আইফোনের অ্যাসেম্বেল করার জন্য টাটা গোষ্ঠীর (Tata Group) সঙ্গে সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছে।

Apple ভারতে iPhone 15 সিরিজ উৎপাদনের জন্য গাঁটছড়া বাঁধলো Tata Group-এর সাথে

ট্রেন্ডফোর্স-এর দাবি, অ্যাপল ভারতে আইফোন ১৫ সিরিজ অ্যাসেম্বেল করার জন্য টাটা গ্রুপ-এর সাথে জোট বাঁধতে শুরু করেছে। রিপোর্টে বলা হয়েছে যে, টাটা গ্রুপ ভারতে এই বছরের শেষের দিকে লঞ্চ হতে চলা চারটি আইফোনের মধ্যে দুটি অ্যাসেম্বল করবে। ফক্সকন (Foxconn), পেগাট্রন (Pagatron) এবং লাক্সশেয়ার (Luxshare)-এর পরে টাটা গ্রুপ হল অ্যাপলের চতুর্থ কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার।

টাটা গ্রুপ অ্যাপলের প্রাক্তন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার, উইস্ট্রন (Wistron)-এর ভারতীয় প্রোডাকশন লাইনটি অধিগ্রহণ করেছে বলে জানা গেছে। ফলে এবার থেকে আইফোন ১৫ সিরিজের হ্যান্ডসেটগুলি ভারতের অন্যতম বৃহত্তম ব্যবসায়ী গোষ্ঠীটি উৎপাদন করবে। উইস্ট্রন ভারতীয় বাজার থেকে প্রস্থান করার প্রস্তুতি এদিকে নিচ্ছে। অতএব, যেহেতু টাটা কোম্পানির উৎপাদন ব্যবস্থা অধিগ্রহণ করেছে, তাই তারা ভারতে আইফোন উৎপাদনের জন্য নতুন চুক্তির অংশীদার হবে।

এছাড়াও, ট্রেডফোর্স জানিয়েখে যে, টাটা গোষ্ঠী ভারতে অ্যাপলের জন্য iPhone 15 এবং 15 Plus-এর সামান্য অংশ অ্যাসেম্বল করবে। সংস্থাটি অ্যাপলের আসন্ন আইফোন মডেলের মাত্র ৫ শতাংশই তৈরি করবে। চলতি বছরের আইফোন উৎপাদনের সিংহভাগই ফক্সকনের দায়িত্বে থাকবে, পেগাট্রন এবং লাক্সশেয়ার এরপর অবস্থান করবে। এই মুহূর্তে টাটা গ্রুপকে দিয়ে আইফোন নির্মাণ – অ্যাপলের একটি পাইলট পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে ২০২৪ সালে টাটা গ্রুপ আরও বেশি সংখ্যক আইফোন তৈরি করার বরাত পেতে পারে।

জানিয়ে রাখি, ফক্সকন অ্যাপলের সবচেয়ে পুরনো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারদের মধ্যে একটি। আসন্ন ২০২৩ লাইনআপের জন্য, ফক্সকন অ্যাপলের iPhone 15 মডেলের প্রায় মোট ৭০ শতাংশ তৈরি করবে বলে জানা গেছে। লাক্সশেয়ার বেসলাইন মডেলের জন্য সাপ্লাই চেইনের প্রায় ২৫ শতাংশ তৈরি করবে, যেখানে টাটা গ্রুপ বাকি পাঁচ শতাংশ অ্যাসেম্বল করবে। আবার, ফক্সকন এ বছরের সমস্ত iPhone 15 Plus মডেলের প্রায় ৬০ শতাংশ তৈরি করবে, এরপর থাকবে পেগাট্রন (৩৫ শতাংশ) এবং টাটা গ্রুপ (৫ শতাংশ)। প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে যে, ফক্সকন এবং পেগাট্রন উভয় ম্যানুফ্যাকচারার Apple iPhone 15 Pro তৈরি করবে। 15 Pro মডেলের ৭০ শতাংশ অ্যাসেম্বল করবে ফক্সকন, যেখানে পেগাট্রন বাকি ৩০ শতাংশ ইউনিট তৈরি করবে। টপ-এন্ড iPhone 15 Pro Max ফক্সকন এবং লাক্সশেয়ার দ্বারা তৈরি করা হবে। এখানেও, ফক্সকনের দখলে অধিকাংশ উৎপাদন থাকবে, তারা প্রায় ৭০ শতাংশ মডেল নির্মাণ করবে। অন্যদিকে, লাক্সশেয়ার টপ-এন্ড আইফোন মডেলটির ২৫ শতাংশ উৎপাদন করবে।

উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার হিসাবে ভারত কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা অ্যাপল অনুধাবন করেছে। সংস্থাটি ভারতে বিক্রির পরিমাণ এবং আয়ের পরিপ্রেক্ষিতে প্রতি বছরই বৃদ্ধির সাক্ষী হচ্ছে। তা সত্ত্বেও, ভারতীয় স্মার্টফোন বাজারে অ্যাপলের মাত্র ৫ শতাংশ শেয়ার রয়েছে। মার্কেট শেয়ার আরও বৃদ্ধি করতে এবং বাজারে তাদের বিস্তার শক্তিশালী করে তোলার জন্য, কোম্পানি ইতিমধ্যেই ভারতে দুটি অ্যাপল স্টোর খুলেছে। প্রথমটি মুম্বাইয়ের বিকেসিতে অবস্থিত, আর দ্বিতীয় অ্যাপল স্টোরটি রয়েছে নয়াদিল্লির সাকেত অঞ্চলে।