garena-free-fire-max-moco-store-all-rewards-grand-and-prize-bonus-prize

Garena Free Fire MAX এর Moco Store থেকে পান Diomonds, দেখে নিন আর কি কি জিতবেন

সম্প্রতি Garena Free Fire Max মোবাইল ব্যাটেল রয়্যাল গেমে ‘Knee Slide’ নামের একটি নতুন ‘Moco Store’ যুক্ত করা হয়েছে। এই নতুন সেকশন থেকে খেলোয়াড়রা লোভনীয় গ্র্যান্ড প্রাইজ এবং বোনাস প্রাইজ জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন, যা তাদের গেমে আরো উচ্চতর লেভেলে পৌঁছাতে সাহায্য করবে। এমনকি ডায়মন্ড (Diamonds) জেতার বিকল্পও দেবে। এক্ষেত্রে আজ আমরা এই প্রতিবেদনে Moco Store -এ উপলব্ধ Grand Prize ও Bonus Prize এর তালিকা সম্পর্কে আলোচনা করব। তবে উপলব্ধ পুরষ্কারগুলি হস্তগত করার ক্ষেত্রে একটা শর্ত রাখা হয়েছে, সে সম্পর্কেও আমরা জানাবো।

Garena Free Fire Max -এর Moco Store -এ উপলব্ধ গ্র্যান্ড প্রাইজ ও বোনাস প্রাইজের তালিকা

মোকো স্টোর নামের ইভেন্টটি গতপরশু অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি থেকে লাইভ হয়েছে। এই ইভেন্টটি প্রায় দুই সপ্তাহ পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে। মোকো স্টোরের অধীনে – গ্র্যান্ড প্রাইজ এবং বোনাস প্রাইজ নামের মোট দুটি বিভাগ বিদ্যমান আছে। উভয় বিভাগ থেকেই একাধিক প্রিমিয়াম পুরস্কার জিতে নেওয়া যাবে। নিচে এই সম্পর্কে বিস্তারিত দেওয়া হল…

গ্রান্ড প্রাইজ

  • নি স্লাইড ইমোটগ্লু ওয়াল – স্টেডি গোল।
  • ম্যাজেন্টা স্ট্রাইকার বান্ডিল।
  • ক্লাউড রাইডার ইমোট।
  • স্কার – ফ্যান্টম অ্যাসাসিন স্কিন।
  • M24 – রিভারডাস্ট স্প্ল্যাশ স্কিন।

বোনাস প্রাইজ

  • গ্রেনেড – ম্যাজেন্টা ফুটবল।
  • লুট বক্স – ট্রফি কেস.
  • ব্যাকপ্যাক – স্টিল স্ট্রাইকার।
  • ফ্লোটিং ক্লাউড।
  • প্যান – স্লিভার ফ্রস্ট।
  • প্যারাসুট – কাইট স্কাই।

এবার আসি শর্তের প্রসঙ্গে। গ্র্যান্ড প্রাইজ এবং বোনাস প্রাইজ উভয় বিভাগেই ৬টি করে পুরস্কার অন্তর্ভুক্ত। তবে Garena Free Fire Max খেলোয়াড়রা কিন্তু এগুলির মধ্যে মাত্র একটি পুরস্কারই নিজের নামে করতে পারবেন। যদিও পুরস্কার চয়ন করার পর Moco Store এর স্ক্রিনে একটি নতুন ‘প্রাইজ পুল’ উইন্ডো খুলে যাবে। যার মধ্যেও একাধিক উল্লেখযোগ্য তথা কার্যকরী আইটেম তালিকাভুক্ত থাকছে। যেমন –

  • গ্র্যান্ড প্রাইজ থেকে নির্বাচিত একটি পুরস্কার।
  • বোনাস প্রাইজ থেকে নির্বাচিত একটি পুরস্কার।
  • ২এক্স কিউব ফ্র্যাগমেন্ট।
  • ২এক্স ডেমলিসানিস্ট ওয়েপন লুট ক্রেট।
  • লক রয়্যাল ভাউচার
  • গোল্ড রয়্যাল ভাউচার।

এছাড়াও, Garena Free Fire Max Moco Store এর ভিতরে একটা ‘স্পিন অ্যান্ড উইন’ বিকল্পও বর্তমান। যেখানে খেলোয়াড়রা স্পিন করার মাধ্যমে ৪৯৯টি পর্যন্ত Diamonds নিজের নাম করতে পারবেন।