Garena Free Fire Max Redeem Code Today for 11 August 2023: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড
আজ অর্থাৎ 11 August- এর Garena Free Fire Max Redeem Codes হল- FF11NJN5YS3E

গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স (Garena Free Fire Max) প্রস্তুতকারী সংস্থাটি তাদের গেমারদের উৎসাহিত করার জন্য নিয়ে এসেছে ফ্রি ফায়ার টেলস। এর ফলে গেমাররা শুধুমাত্র খেলায় মজা নেবেন তা নয়, বিভিন্ন গল্পের নানারকম ক্যারেক্টারের মাধ্যমে খেলার সাথে নিজেদের একাত্ম করে নিতে পারবেন। সম্প্রতি গেমটিতে এসেছে ফোর্ড’স ক্যারেক্টার এবং অলিভিয়া’স ক্যারেক্টার। এছাড়া অন্যান্য স্কিন, ক্যারেক্টারগুলি যদি আপনি বিনামূল্যে অর্জন করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে প্রতিদিনের রিডিম কোড (Redeem Codes)। চলুন দেখে নেওয়া যাক আজকে ফ্রি রিডিম কোডগুলি।
Garena Free Fire Max Redeem Codes for 11 August 2023
আজ অর্থাৎ 11 August- এর Garena Free Fire Max Redeem Codes হল- FF11NJN5YS3E
- FF11WFNPP956
- FF1164XNJZ2V
- X99TK56XDJ4X
- YXY3EGTLHGJX
- FF10GCGXRNHY
- WLSGJXS5KFYR
- ZYPPXWRWIAHD
- W0JJAFV3TU5E
- FF119MB3PFA5
- Y6ACLK7KUD1N
- X99TK56XDJ4X
How to Redeem Today Garena Free Fire Max Redeem Codes
- আজ অর্থাৎ ১১ আগস্টের ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে রিওয়ার্ড জিততে প্রথমেই অফিসিয়াল Redemption Site, অর্থাৎ https://reward.ff.garena.com/en -এ ভিজিট করুন।
- এরপর Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি ব্যবহার করে এই ওয়েবসাইটে লগ-ইন করুন।
- এবার উপরে দেওয়া একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।
- একবার কোডটি রিডিম হয়ে গেলে, আপনি ইনগেম মেল সেকশন থেকে রিওয়ার্ড সংগ্রহ করতে পারেন। ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। রিডিম কোডগুলি কেবলমাত্র প্রথম ৫০০ ব্যবহারকারীর জন্য উপলব্ধ। সুতরাং তাড়াতাড়ি করুন এবং কোড রিডিম করুন।