Samsung Galaxy A54 5G আসছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ, ফাঁস হল রেন্ডার

গতমাসেই স্যামসাং তাদের A-সিরিজে অন্তর্ভুক্ত নতুন Samsung Galaxy A53 5G স্মার্টফোনটি বাজারে উন্মোচন করেছে। আর এই ফোনের লঞ্চের এক মাসও পার হয়নি, তার আগেই এর উত্তরসূরি Samsung Galaxy A54 5G-এর কনসেপ্ট রেন্ডার এবং প্রধান স্পেসিফিকেশনগুলি অনলাইনে প্রকাশিত হয়েছে। এই আপকামিং হ্যান্ডসেটে পূর্বসূরির মতো ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল-এইচডি+ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই কনসেপ্ট রেন্ডারগুলি থেকে জানা গেছে Samsung Galaxy A54 5G-এর ব্যাক প্যানেলে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে, যার মধ্যে চারটি ইমেজ সেন্সর এবং একটি এলইডি (LED) ফ্ল্যাশ অবস্থান করবে৷ এছাড়া এই ফোনে কার্ভড এজ এবং ডিসপ্লের মধ্যবর্তী স্থানে একটি পাঞ্চ-হোল স্লট দেখা যাবে।

সামনে এল Samsung Galaxy A54 5G- এর কনসেপ্ট রেন্ডার

লেটসগোডিজিট্যাল (LetsGoDigital)-এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং আগামী বছর আসন্ন গ্যালাক্সি এ৫৪ ৫জি মডেলটি উন্মোচন করতে পারে। আর এই রিপোর্টে প্রকাশিত কনসেপ্ট রেন্ডারটি তৈরি করেছেন গ্রাফিক ডিজাইনার পারভেজ খান (টেকনিজো কনসেপ্ট)।

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy A54 5G Expected Specifications)

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এতে কার্ভড এজ সহ সেমেট্রিক্যাল বা প্রতিসম বেজেল ডিজাইন থাকতে পারে। গ্যালাক্সি এ৫৪ ৫জি-এ কোন প্রসেসর ব্যবহার করা হবে সে সম্পর্কে কোনও তথ্য এখনও জানা যায়নি। উল্লেখ্য, পূর্বসূরী স্যামসাং গ্যালাক্সি এ ৫৩ ৫জি ফোনটি এক্সিনস ১২৮০ প্রসেসর দ্বারা চালিত।

ফাঁস হওয়া কনসেপ্ট রেন্ডার অনুযায়ী, Samsung Galaxy A54 5G এর ব্যাক প্যানেলের ওপরের-বাম দিকে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড দেখা যেতে পারে। এর মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের উপস্থিত থাকবে। ফোনের সামনে, একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

এই স্যামসাং হ্যান্ডসেটটি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটির স্টোরেজ ক্ষমতা বাড়ানোর জন্য এটিতে একটি মাইক্রোএসডি স্লটও মিলতে পারে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A54 5G-এ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।