চাহিদা থাকলেও iPhone 13 সিরিজ আসছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াই

লঞ্চের সময় যত এগিয়ে আসছে ততই আসন্ন অ্যাপল আইফোন ১৩ (Apple iPhone 13) সিরিজ নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। যদি এর মধ্যে সমস্ত তথ্য সঠিক নয়! আসলে কয়েক মাস আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, iPhone 13 সিরিজ অ্যান্ড্রয়েড ফোনের মত ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লঞ্চ হতে পারে। তবে সংবাদমাধ্যম ব্লুমবার্গ সম্প্রতি দাবি করেছে যে, আসন্ন আইফোন সিরিজের হ্যান্ডসেটগুলির ডিসপ্লের মধ্যে বহু প্রতীক্ষিত টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (Touch ID Fingerprint sensor) থাকার সম্ভাবনা খুব কম। কারণ এই মুহূর্তে আইফোন নির্মাতা Apple তার ডিভাইসগুলির জন্য ইন-ডিসপ্লে টাচ আইডি প্রযুক্তি নিয়ে পরীক্ষা করছে, তাই হাতে থাকা স্বল্প সময়ে এগুলি উপলভ্য হবে এমনটা আশা করা যায়না।

iPhone 13 সিরিজে টাচ আইডি প্রযুক্তি না থাকার দাবি নিয়ে শুরু চর্চা

সম্প্রতি ব্লুমবার্গের মার্ক গুরম্যান, তাঁর পাওয়ার অন নামের নিউজলেটারে আইফোন ১৩ সিরিজ সম্পর্কে বলেছেন যে, আসন্ন ডিভাইসগুলি অ্যাপলের প্রথম ইন-ডিসপ্লে টাচ আইডিযুক্ত আইফোন হবে না। বরং এগুলিও পূর্ববর্তী মডেলগুলির মত একই ফেস আইডি আনলকিং সিস্টেমের সাথে আসবে। তবে আগামী বছরের প্রথম দিকের একটি ফ্ল্যাগশিপ আইফোনে ইন-ডিসপ্লে টাচ আইডি প্রযুক্তি দেওয়া হবে। গুরম্যানের মতে, অ্যাপল, এক্ষেত্রে এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে যেখানে ডিসপ্লেটি তার নিচে ফেস আইডি সেন্সর লুকিয়ে রাখবে (বা বহন করবে) ঠিক যেমনভাবে আন্ডার-স্ক্রিন ক্যামেরা প্রযুক্তি কাজ করে।

এছাড়া আইফোনের ইন-ডিসপ্লে ফেস আইডি প্রযুক্তিটি Samsung Galaxy Z Fold 3-এর অনুরূপ হতে পারে। যেখানে অ্যাপল দুটি পন্থায় নিজের ডিভাইসে এই সাপোর্ট দেবে। এক্ষেত্রে হয় শুধুমাত্র হাই-এন্ড আইফোনে ইন-ডিসপ্লে ফেস আইডি দেখা যাবে, অথবা সংস্থাটি ইন-ডিসপ্লে ফেস আইডিসহ হাই-এন্ড এবং লো-এন্ড আইফোন চালু করতে পারে।

এই প্রসঙ্গে বলে রাখি, ইন-ডিসপ্লে টাচ আইডি প্রযুক্তির অনুপস্থিতি iPhone 13-র আপগ্রেডেশনে প্রভাব ফেলবে না। আগের রিপোর্ট অনুযায়ী, আসন্ন আইফোনে ছোট নচ কাটিং এবং OLED স্ক্রিন থাকবে। প্রো মডেলগুলির ডিসপ্লে ১২০ হার্টজ প্রো মোশন রিফ্রেশ রেট অফার করবে। আবার ফোনগুলি ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। স্বাভাবিকভাবেই ফোনগুলিতে A15 বায়োনিক প্রসেসর থাকবে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে iPhone 13 সিরিজ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন