গাড়ির ছাদ পুরো খুলতে পারবেন, ব্যাপক ফিচার নিয়ে Maruti Invicto-র লঞ্চ আগামীকাল

আগামীকাল অর্থাৎ ৫ জুলাই ভারতের বাজারে মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের বৃহৎ আকৃতির নতুন এমপিভি (MPV) Invicto আনতে চলেছে। তিন সারির সিট বিশিষ্ট এই প্রিমিয়াম সেভেন সিটার গাড়িটি Toyota Innova Hycross-এর রিব্যাজ মডেল হিসেবে আসবে। ইতিমধ্যেই এর বুকিং গ্রহণ শুরু করেছে সংস্থা। আবার ইনভিক্টো সম্পর্কে কিছু তথ্যও প্রকাশ্যে এনেছে তারা। যেমন এতে থাকছে প্যানোরামিক সানরুফ এবং দ্বিতীয় সারিতে ক্যাপ্টেন সিট।

এমাসেই লঞ্চ হচ্ছে Maruti Suzuki Invicto

গত সপ্তাহে মারুতি একটি নতুন টিজার ভিডিও প্রকাশ করে তাদের আসন্ন ইনভিক্টো এমপিভি-তে প্যানোরামিক সানরুফের দর্শন করিয়েছে। এটি সংস্থার দ্বিতীয় মডেল যেটি উক্ত বৈশিষ্ট্য সমেত আসছে। সর্বপ্রথম মডেল হিসেবে মারুতি তাদের Grand Vitara SUV-তে প্যানারমিক সানরুফ অফার করেছিল। যা আদতে Toyota Urban Cruiser Hyryder-এর যমজ ভাই।

সংস্থার প্রকাশিত টিজারে Maruti Suzuki Invicto-এর মধ্য সারিতে ক্যাপ্টেন সিটের দেখা মিলেছে। জানা গেছে, গাড়িটি আবার ৬ ও ৭-উভয় সিটের বিকল্পে অফার করা হবে। Innova Hycross-এর মতো এতেও রিক্লাইনিং ফিচার সমেত ওত্তোমান সিট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। প্রথম টিজারে নিশ্চিত করা হয়েছে, গাড়িটি ক্রোম দ্বারা আবৃত গ্রিল সমেত আসবে। গ্রিলে রয়েছে এলইডি হেডল্যাম্প এবং পেছনের দরজায় সুস্পষ্ট Invicto নাম। ভেন্টিলেশন সমেত এতে দেওয়া হয়েছে লেদার আপহোলস্টেরি।

অন্যান্য ফিচার হিসেবে, Maruti Suzuki Invicto-তে উপস্থিত একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, যা অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি সমর্থন করবে। এছাড়া রয়েছে ইন্সট্রুমেন্ট কনসোল হিসাবে বৃহৎ এমআইডি ইউনিট, ৩৬০ ডিগ্রী ক্যামেরা এবং হেড আপ ডিসপ্লে। হুডের নিচে আছে একটি ২.০ লিটার পেট্রোল ইঞ্জিন। যা ন্যাচারালি অ্যাস্পিরেটেড ভার্সন এবং হাইব্রিড অপশনে বেছে নেওয়া যাবে। গাড়িটি কেবলমাত্র অটোমেটিক ট্রান্সমিশন সহ অফার করা হয়েছে।

৫ জুলাই উন্মোচিত হলেও মারুতি Invicto MPV গাড়িটি চলতি মাসের শেষের দিকে লঞ্চ করবে বলে আশা‌ করা হচ্ছে। ভারতে এটি এর রিব্যাজ মডেল Innova Hycross-এর সাথেই প্রতিদ্বন্দ্বিতায় শামিল হবে। উভয় মডেলের সাথে তাই দামের মিল রাখা হতে পারে। উল্লেখ্য, Innova Hycross-এর বর্তমান বাজার মূল্য ১৮.৫৫ লক্ষ থেকে ২৯.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।