বিনামূল্যে ব্যবহার করা যাবে Photoshop, ফ্রি ওয়েব ভার্সন আনছে Adobe

জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি নিজেদের গ্রাহক সংখ্যা আরও বহুগুণে বাড়াতে Adobe (অ্যাডোবি) খুব শীঘ্রই Photoshop (ফটোশপ)-এর একটি ফ্রি ওয়েব ভার্সন ইউজারদেরকে অফার করতে চলেছে। সংস্থাটি সকল ব্যবহারকারীদের জন্যই এই ফ্রি ট্রায়ালের সুবিধাটি উপলব্ধ করবে। The Verge (দ্য ভার্জ)-এর রিপোর্ট অনুযায়ী, Adobe এই পরিষেবাটিকে “freemium” (ফ্রিমিয়াম) নামে অভিহিত করার পরিকল্পনা করছে। এর অর্থ মূলত এই যে, ইউজাররা সম্পূর্ণ বিনামূল্যে এই সার্ভিসটির ফায়দা ওঠাতে পারবেন, তবে এর কিছু ফিচার একটি নির্দিষ্ট সময়ের পরে আর উপলব্ধ হবে না।

রিপোর্টে বলা হয়েছে যে, সকল ইউজাররাই সম্পূর্ণ নিখরচায় ফটোশপ অ্যাক্সেস করতে পারবেন, তবে অ্যাডোবি কিছুদিন পরে এই সার্ভিস থেকে কিছু ফিচার অপসারিত করবে। আর এই ফিচারগুলি ব্যবহার করার জন্য ইউজারদেরকে নিজের গাঁটের কড়ি খরচা করে এই সার্ভিসটির সাবস্ক্রিপশন কিনতে হবে। নিঃসন্দেহে বলা যায় যে, এর ফলে আরও বিপুল সংখ্যক গ্রাহক ফটোশপ ব্যবহারে আগ্রহী হবেন। কেননা প্রথমে নিখরচায় ব্যবহার করে সার্ভিসটির যাবতীয় সুবিধা সম্পর্কে ব্যবহারকারীরা অবগত হতে পারবেন, এবং তারপরে পরিষেবাটি পছন্দসই হলে প্রয়োজনমাফিক সাবস্ক্রিপশন প্ল্যান কিনে নেবেন ইউজাররা। ফলে এই নতুন কৌশলে সংস্থার গ্রাহক সংখ্যা এবং জনপ্রিয়তা উভয়ই যে অনেকাংশে বৃদ্ধি পাবে, সে ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ কোম্পানির ডিজিটাল ইমেজিংয়ের ভাইস প্রেসিডেন্ট মারিয়া ইয়াপ (Maria Yap)।

তবে এই ফ্রি ভার্সনে বিজ্ঞাপন থাকবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এবং Adobe কবে নাগাদ এই ফ্রি সার্ভিসটি সবার জন্য উপলব্ধ করবে, সে বিষয়টিও এখনও ঠিক স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে যে, সংস্থাটি কানাডায় এই সার্ভিসটি টেস্ট করছে। তবে বিশ্বের সমস্ত জায়গার ব্যবহারকারীরা কবে এই পরিষেবাটি ব্যবহারের সুযোগ পাবেন, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তাই ভারতীয় ইউজাররা কবে নাগাদ এই ফ্রিমিয়াম সার্ভিসের সুবিধা উপভোগ করতে পারবেন, তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।

প্রসঙ্গত জানিয়ে রাখি, বর্তমানে ভারতীয় ব্যবহারকারীরা Photoshop, ৭ দিনের ফ্রি ট্রায়ালের সুবিধা পেতে পারেন, এবং তারপরে তাদেরকে এই পরিষেবা ব্যবহারের জন্য প্রতি মাসে ১,৬৭৫.৬০ টাকা ব্যয় করতে হবে। এছাড়া, Lightroom এবং Photoshop উভয়ের জন্য আর-একটি প্ল্যান রয়েছে, যেটির জন্য ইউজারদেরকে প্রতি মাসে মাত্র ৭৯৭.৬৮ টাকা খরচ করতে হবে। তবে দাম যেহেতু অর্ধেকেরও কম, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই প্ল্যানে কিছু সংখ্যক কম ফিচার ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা।