ফোন কাজ করবে মাখনের মতো, Oppo Reno 11 সিরিজে শক্তিশালী প্রসেসর সহ প্রচুর র‍্যাম

ওপ্পো আগামী সপ্তাহেই Oppo Pad Air 2 ট্যাবলেটের পাশাপাশি বহু প্রতীক্ষিত Oppo Reno 11 সিরিজ লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নতুন রেনো ফোনের আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি প্রচার করছে। ডিভাইসটি সম্প্রতি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গেছে। লঞ্চ ইভেন্টের আগে এখন স্ট্যান্ডার্ড Reno 11 বেঞ্চমার্ক সাইট, গিকবেঞ্চে উপস্থিত হয়েছে। এই ডেটাবেস থেকে আপকামিং ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।

Oppo Reno 11 হাজির Geekbench প্ল্যাটফর্মে

PJH110 মডেল নম্বর সহ ওপ্পো রেনো ১১ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, এতে k6895v1_64 কোডনেমের মাদারবোর্ড থাকবে, যা ২ গিগাহার্টজের চারটি কোর, ৩ গিগাহার্টজ ক্লক স্পিডের তিনটি কোর এবং ৩.১০ গিগাহার্টজ গতির প্রাইমারি কোর দ্বারা গঠিত। কনফিগারেশনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর থাকার দিকে নির্দেশ করে।

এছাড়া, বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মটি প্রকাশ করেছে যে, ওপ্পো রেনো ১১-তে ১২ জিবি র‍্যাম মিলবে ও অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে ফোনটি যথাক্রমে ১,২০৮ এবং ৩,৪০৬ পয়েন্ট স্কোর করেছে।

ইতিমধ্যেই কোম্পানির তরফে Oppo Reno 11 সিরিজটির একাধিক টিজার প্রকাশ করা হয়েছে। স্ট্যান্ডার্ড Reno 11-এ MediaTek Dimensity 8200 প্রসেসর ব্যবহৃত হবে বলে ঘোষণা হয়েছে। Oppo Reno 11 সিরিজ নতুন লঞ্চ হওয়া কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনে রান করা প্রথম স্মার্টফোন হবে। পাশাপাশি এতে কার্ভড ডিসপ্লে, স্লিম প্রোফাইল ডিজাইন, পিল-আকৃতির ক্যামেরা মডিউল, ৪৭ মিলিমিটার ফোকাল লেন্থ সহ ৩২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।