Xiaomi 13 Ultra: শাওমি ও লেইকার যুগলবন্দিতে স্মার্টফোনের জগতে নতুন নক্ষত্র, এপ্রিলেই লঞ্চ

গত বছর ডিসেম্বরে, শাওমি তাদের ফ্ল্যাগশিপ নম্বর সিরিজের অধীনে চীনে Xiaomi 13 এবং Xiaomi 13 Pro স্মার্টফোন দুটি উন্মোচন করেছে। এই দুই হ্যান্ডসেট বিশ্ববাজারেও আত্মপ্রকাশ করেছে। তবে, বর্তমানে শাওমির অনুরাগী ও স্মার্টফোন প্রেমীরা এই লাইনআপের সবচেয়ে প্রিমিয়াম মডেল, Xiaomi 13 Ultra-এর আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ফোনটিকে ঘিরে দীর্ঘ দিনের জল্পনা গ্রাহকদের মনে কৌতূহল বৃদ্ধি করেছে। তবে এবার সব জল্পনার অবসান করে, শাওমি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, Xiaomi 13 Ultra চলতি মাসে অর্থাৎ এপ্রিলেই চীনা বাজারে উন্মোচিত হবে। আসুন তাহলে এখনও পর্যন্ত এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Xiaomi 13 Ultra বাজারে আসছে চলতি মাসেই

শাওমি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে ঘোষণা করেছে যে, তারা চলতি মাসেই শাওমি ১৩ আল্ট্রা মডেলটি চীনে লঞ্চ করবে। এছাড়াও টুইটে নিশ্চিত করা হয়েছে যে, শাওমি ও বিখ্যাত জার্মান ক্যামেরা লেন্স প্রস্তুতকারী সংস্থা, লাইকা (Leica)-এর পার্টনারশিপের ফলে শাওমি ১৩ আল্ট্রা ইউজারদের অতুলনীয় ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবে। ব্র্যান্ডটি আগেই নিশ্চিত করেছে যে, এই ফ্ল্যাগশিপ ফোনটি কয়েক মাসের মধ্যে বিশ্ব বাজারেও আত্মপ্রকাশ করবে। তবে, ইতিমধ্যে নানা সূত্র থেকে ফোনটির একাধিক স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

Xiaomi 13 Ultra-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

শাওমি ১৩ আল্ট্রা-এ ৬.৭ ইঞ্চির ই৬ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে থাকবে, যা কোয়াডএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে৷ ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে। ফোনটিতে সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করবে।

Xiaomi 13 Ultra-এর রিয়ার প্যানেলে চারটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, যার মধ্যে একটি ১-ইঞ্চির সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি টেলিফটো ক্যামেরা এবং একটি পেরিস্কোপ জুম লেন্স থাকবে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। যদিও Xiaomi 13 Ultra-এর ব্যাটারির ক্ষমতা এখনও জানা যায়নি, তবে এটি ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। নিরাপত্তার জন্য, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

উল্লেখ্য, সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে Xiaomi 13 Ultra আগামী ১১ এপ্রিল বা ১৮ এপ্রিল চীনে লঞ্চ হবে। সংস্থাটি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখটি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। Xiaomi 13 Ultra-এর লঞ্চ ইভেন্টে Xiaomi Pad 6 এবং Pad 6 Pro নামে নতুন ফ্ল্যাগশিপ ট্যাবলেটও উন্মোচন করা হবে বলে আশা করা। এর মধ্যে, Xiaomi Pad 6 ট্যাবটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে, আর Pad 6 Pro স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২ চিপসেটের সাথে আসতে পারে। Pro ভ্যারিয়েন্টটি চায়না-এক্সক্লুসিভ হলেও, Xiaomi 13 Ultra-এর সাথে Pad 6 ট্যাবটি অদূর ভবিষ্যতে বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে।