Free Fire Redeem Codes Today 8 March 2023 FF Rewards: ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নিন

মোবাইল গেমের দুনিয়ায় জনপ্রিয় Garena Free Fire -এর নাম এখন সবার উপরে। এর অন্যতম কারণ হলো গেমটির সুকৌশল গেমপ্লে, যাতে মজেছেন ৮ থেকে ৮০। তবে শুধু তাই নয়! এর সাথে রয়েছে প্রতিদিনের Free Redeem Code এর মাধ্যমে মূল্যবান ইনগেম আইটেম জেতার সুবর্ণ সুযোগ।
কিন্তু সেক্ষেত্রে গেমারদের মনে রাখতে হবে ১২ ডিজিটের এই রিডিম কোডগুলির বৈধতা ১২ থেকে ১৮ ঘন্টা এবং একবার কোড ব্যবহার করা হয়ে গেলে দ্বিতীয়বার এর থেকে কোনো পুরস্কার পাওয়া সম্ভব নয়। তাই সবার আগে কোড ব্যবহার করে পুরস্কার জেতার জন্য দেখে নিন আজকের Free Redeem Code।
Free Fire Redeem Codes 8 March 2023 Today Rewards
• FYTFACQ2Y3RFCIU
• DYGRB5TNYKHOIH
• UGYFGTDFSVBIUA
• TQRED2CV3B4NM
• TKGIUYTDRSCVRB
• NT5JK6OYIHUGYTF
• DVBENRK5LTOHJN
• GMFDKIUYATRQF2
• 3BN4M5KTYIHUYG
• DVBENMRK5LT6YI
• HGYFHBDNER567Y
• FFT67UJY7UKJTJH
Garena Free Fire Latest Redeem Code For Indian Server
FUAYTGF7U3B4EHN
JRMKTGIUYTGFBEN
MRK5LOTYIU8HJAU
7Y6T5QRED2V3B4N
RKIG8U7YTFDSVBE
R5KTYIHUYFDBEN
R5T6YUJHTYUISUY
ATFRQCV2BN4LOR
5TIGU7Y6TFRDBEN
4KI5T6UYGFDERTY
UIJNBGFRTY87YTGH
How to Redeem Free Fire Redeem Code (ফ্রি ফায়ার রিডিম কোড কীভাবে রিডিম করবেন)
• আজ অর্থাৎ ৮ মার্চের গ্যারেনা ফ্রি ফায়ার রিওয়ার্ড জিততে অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ যান।
• এরপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।
• তারপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।
• কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। রিওয়ার্ড আসতে ২০ ঘণ্টাও সময় লাগতে পারে। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।