খাসা ফিচারে কাবু হবে বাইকপ্রেমীরা, নয়া Hero Karizma কী কী চমক নিয়ে আসছে দেখুন

হালফিলে হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর চনমনে মেজাজ দেখে উদ্দীপ্ত ক্রেতারা। এতদিন যে সংস্থাটি কমদামি কমিউটার বাইকের জন্য পরিচিত ছিল, আগ তারাই প্রিমিয়াম বাইক মার্কেটে নাম লেখাতে শুরু করেছে। Harley-Davidson X440 দিয়ে নয়া ইনিংস শুরু করার পর একসময়কার কিংবদন্তি স্পোর্টস বাইক Karizma নতুন অবতারে ফেরাচ্ছে তারা। নিউ জেনারেশন মডেলটি Karizma XMR নামে আগামী ২৯ আগস্ট ভারতে লঞ্চ করা হবে। দাম ঘোষণা হবে সে দিনই। লঞ্চের আগেই এবার ফুল-ফেয়ার্ড বাইকটি বিশেষ কিছু তথ্য ফাঁস হল। সেগুলি কী কী চলুন দেখে নেওয়া যাক।

Hero Karizma XMR-র পেটেন্ট ইমেজ থেকে আরও তথ্য ফাঁস

পূর্বে হিরোর ফ্ল্যাগশিপ মডেল হিসেবে আসন্ন Karizma XMR-এর ফাঁস হওয়া পেটেন্ট ছবিতে পেছনের ডিজাইন দেখা গেছিল। স্পোর্টি দর্শনের বাইকটিতে উপস্থিত সামনে ও পেছনে পেটাল ডিস্ক ব্রেক, স্প্লিট সিট, সাইড মাউন্টেড এগজস্ট, ক্লিপ-অন হ্যান্ডেলবার ইত্যাদি। এখন নতুন লিক হওয়া পেটেন্ট ইমেজে আগ্রাসী ফ্রন্ট কাউলের দেখা মিলেছে। এছাড়া রয়েছে ডুয়েল প্রোজেক্টর সমেত নতুন ডিজাইনের এলইডি হেডলাইট।

Photo Credit: MotorBeam

Hero Karizma XMR-এর সামনে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার প্যানেলের দেখা পাওয়া গিয়েছে। যা ব্লুটুথ কানেক্টিভিটি সহ লেটেস্ট কানেক্ট টেক ফিচার অফার করা হবে আশা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে সংস্থার তরফে কোন নিশ্চিতবার্তা এসে পৌঁছায়নি।

বাইকটির ইঞ্জিঁ স্পেসিফিকেশন সম্পর্কেও বিস্তারিত কোন তথ্য জানা যায়নি। তবে বিভিন্ন সূত্র থেকে আসা খবরের উপর ভিত্তি করে বলা যায়, এতে থাকতে পারে একটি নতুন লিকুইড কুল্ড ২১০ সিসি ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২৫ পিএস শক্তি এবং ২৫ এনএম টর্ক উৎপাদিত হবে। একে যোগ্য সঙ্গত দিতে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স। বাজারে Hero Karizma XMR-এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Bajaj Pulsar RS200 ও Suzuki Gixxer SF 250।