Categories: Games

Free Fire Max Diamond: গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমে ফ্রি ডায়মন্ড জিতুন এই পাঁচ উপায়ে

বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, বিশ্বব্যাপী যুবসম্প্রদায় গেমিংয়ের নেশায় মজেছে। আর অনলাইন গেমগুলির মধ্যে অন্যতম Garena Free Fire। আবার অধিক জনপ্রিয়তার কারণে ২০২১ সালে আসে এর স্পেশাল ভার্সন গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স (Garena Free Fire Max)। মূলত এই মোবাইল ব্যাটেল রয়্যাল গেম – উন্নতমানের গ্রাফিক্স, ক্যারেক্টার এবং অ্যানিমেশন সহ টপ-নচ গেমিং অভিজ্ঞতা প্রদান করায় অল্প দিনে গেমারদের মন জয় করে নেয়।

এই গেমে টিকে থাকার জন্য এবং উচ্চতর লেভেলে যাওয়ার জন্য দরকার অস্ত্র, পোষাক, পোষ্য প্রাণী, এলিট পাস ইত্যাদির। আর এই দ্রব্যাদিগুলি কেনার জন্য প্রয়োজন ডায়মন্ডের (Free Fire Max Diamond)। গেমে সদ্য যোগ দেওয়ার সময়ে বিনামূল্যে কিছু পরিমাণ ডায়মন্ড দেওয়া হয়ে থাকে। কিন্তু পরবর্তীতে গেমারদের নিজেদের যোগ্যতায় ডায়মন্ড রোজগার করতে হয় অথবা কিনতে হয়। তবে এমনও কয়েকটি কৌশল আছে যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ডায়মন্ড জিতে (Get FF Diamonds Free) নিতে পারবেন। আপনারা যারা এই কৌশল সম্পর্কে জানতে আগ্রহী তারা আমাদের এই প্রতিবেদন পড়ুন।

Garena Free Fire Max গেমে বিনামূল্যে Diamond জেতার কৌশল

ইন-গেম মিশন এবং চ্যালেঞ্জ সম্পন্ন করুন :

ফ্রি ফায়ার ম্যাক্সে বিভিন্ন ধরণের মিশন এবং চ্যালেঞ্জ থাকে, যা সম্পন্ন করার মাধ্যমে গেমাররা ডায়মন্ড জিততে পারবেন। এক্ষেত্রে মিশন বা চ্যালেঞ্জ হিসাবে – ম্যাচ খেলা, ম্যাচ চলাকালীন নির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জন করা বা লেভেল কমপ্লিট করা সামিল থাকে। এক্ষেত্রে ডায়মন্ড জেতার জন্য আপনারা প্রতিদিন গেম পোর্টালে ঢুকে নতুন কি কি মিশন দেওয়া হয়েছে তা অবশ্যই নিয়মিত চেক করুন।

ইভেন্টে অংশগ্রহণ করুন :

গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স ব্যাটেল রয়্যাল গেমে প্রায়শই ইভেন্ট হোস্ট করা হয়ে থাকে, যেখানে পুরস্কার হিসাবে বিনামূল্যের ডায়মন্ড অফার করা হয় (Get Free Diamonds in Free Fire Max)৷ এক্ষেত্রে এই ইভেন্টে গেমাররা গেম পোর্টালে লগ-ইন করার জন্য যেমন ডায়মন্ড পান, তেমনই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং জেতার জন্যও ডায়মন্ড দেওয়া হয়ে থাকে। আপনারা ফ্রি ফায়ার ম্যাক্সে বিদ্যমান ইন-গেম ক্যালেন্ডার থেকে আপকামিং ইভেন্টের কথা জানতে পারবেন। এই সকল ইভেন্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে নিশ্চিতভাবে ডায়মন্ড জেতা যাবে।

কোড রিডিম করুন :

রিডিম কোড থেকেও ডায়মন্ড জেতা সম্ভব (Win Diamond from Free Redeem Codes)। এক্ষেত্রে গ্যারেনা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম / ওয়েবসাইট এবং পার্টনারদের মাধ্যমে এক ধরণের বিশেষ কোড প্রায়শই শেয়ার করে থাকে। তাই ডায়মন্ড পেতে সংস্থাটির অফিসিয়াল চ্যানেলে নজর রাখুন। আর সময়ে সময়ে শেয়ার করা কোড রিডিম করে ডায়মন্ড সংগ্রহ করুন। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও প্রতিদিনের রিডিম কোড পেয়ে যাবেন।

বিজ্ঞাপন দেখুন :

বিজ্ঞাপন দেখার বিনিময়ে ফ্রি ফায়ার ম্যাক্স গেমে ডায়মন্ড উপার্জন করা সম্ভব। এই বৈশিষ্ট্যটি অ্যাক্সেস করার জন্য প্রথমেই আপনাদের, ইন-গেম স্টোরে চলে যেতে হবে। তারপর ‘ফ্রি ডায়মন্ডস’ সেকশনে ট্যাপ করতে হবে৷ এখানে একাধিক বিজ্ঞাপনের ট্যাব পেয়ে যাবেন। প্রতি বিজ্ঞাপন পিছু নির্দিষ্ট পরিমাণ ডায়মন্ড অফার করা হয়। যদিও বিজ্ঞাপনে পুরস্কৃত ডায়মন্ডের পরিমাণ সামান্য, তবে প্রতিদিন জমাতে থাকলে নিমেষেই তা বিপুলাকার ধারণ করবে।

টাস্ক ও সার্ভে সম্পূর্ণ করুন :

ফ্রি ফায়ার ম্যাক্স ব্যাটেল রয়্যাল গেমে টাস্ক এবং সার্ভে সম্পূর্ণ করলে পুরস্কারস্বরূপ ডায়মন্ড দেওয়া হয়। যদিও প্রদত্ত টাস্ক বা সার্ভেগুলি খুব একটা সহজ হয় না এবং একই সাথে সময়সাপেক্ষও হয়, তবে এই সকল টাস্ক সম্পন্ন করতে পারলে অতিরিক্ত ডায়মন্ড রোজগার করা সম্ভব।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

8 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago