Xiaomi 12 ভারতে আসবে Snapdragon 898 প্রসেসরের সাথে? পেয়ে গেল BIS-এর ছাড়পত্র

বিগত কয়েক বছরের যা ট্রাক রেকর্ড, চলতি বছরেও Snapdragon 8-সিরিজের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে সর্বপ্রথম ফোন বাজারে ছাড়তে পারে Xiaomi। সংস্থা খোলাখুলি কিছু না বললেও যেটুকু খবর, Xiaomi 12 সিরিজের স্মার্টফোনের উপর ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। এটিই আপকামিং Snapdragon 898 চিপসেটের প্রথম স্মার্টফোন হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Xiaomi 12 সম্পর্কে এখন একটি লেটেস্ট খবর সামনে এসেছে। ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা বিআইএস-এর থেকে ছাড়পত্র জোগাড় করেছে Xiaomi 12। এর অর্থ ফোনটি ভারতেও লঞ্চ হবে। সেক্ষেত্রে ভারতে যন্ত্রাংশ জুড়ে তৈরি করার বদলে Xiaomi 12 সরাসরি চীন থেকে আমদানি করা হতে পারে।

Xiaomi 12 স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

শাওমি ১২ ফোনে নতুন এলটিপিও ডিসপ্লে দেওয়া হতে পারে, যা অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। কোয়ালকমের আসন্ন ৪ ন্যানোমিটারের চিপসেট, স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর ব্যবহার হবে এই ফোনে। ১২০ ওয়াট ওয়্যারড এবং ১০০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে শাওমি ১২।

এছাড়া এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো লেন্স।