Poco X6 Neo মার্চেই বাজার কাঁপাতে আসছে, সস্তায় থাকবে সেরা ফিচার্স, দাম অবাক করবে

শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড পোকো (Poco) শীঘ্রই ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে খবর সামনে এসেছে। সেই নয়া ডিভাইসটির নাম Poco X6 Neo। সূত্রের দাবি, এটি আগামী মাসেই ভারতের বাজারে পা রাখতে চলেছে। একইসাথে ফোনটির সম্ভাব্য দাম এবং কিছু স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। আপকামিং Poco X6 Neo-এর সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Poco X6 Neo শীঘ্রই আসছে ভারতীয় বাজারে

টিপস্টার সঞ্জু চৌধুরী তার এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে দাবি করেছেন যে, চীনা ব্র্যান্ডটি আগামী মাসে এদেশের বাজারে পোকো এক্স৬ নিও লঞ্চ করার পরিকল্পনা করছে। অর্থাৎ, এটি আগামী মার্চ মাসে আসতে পারে। এছাড়াও, টিপস্টার ডিভাইসটির প্রধান স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কিত তথ্যগুলিও প্রকাশ করেছে।

পোকো এক্স৬ নিও-এ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৩৩ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পোকো এক্স৬ নিও-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) রেটিং এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।

Poco X6 Neo-এর দাম প্রায় ১৫,০০০ টাকা হবে বলে টিপস্টারের তরফে দাবি করা হয়েছে। তবে, ফোনটি ১৫,০০০ টাকার কমেও লঞ্চ হতে পারে। জানিয়ে রাখি, Poco X6 Neo ফোনটি Redmi Note 13R Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে, কারণ উভয়ের মডেল নম্বর একই। এই মুহূর্তে, Poco X6 Neo সম্পর্কে এই তথ্যগুলিই উপলব্ধ রয়েছে। তবে শীঘ্রই ডিভাইসটি বিষয়ে আরও জানা যাবে বলে আশা করা যায়।