India vs Pakistan Live: ভারত বনাম পাকিস্তান লাইভ এশিয়া কাপের ম্যাচ কখন ও কিভাবে দেখবেন

India vs Pakistan Live Match: দীর্ঘ সময় পর আজ আরও একবার বাইশ গজের মহারণে পরস্পরের বিরুদ্ধে নামতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল, ভারত এবং পাকিস্তান। এশিয়া কাপের (Asia Cup) এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রিয়দের মধ্যে উন্মাদনা এখন প্রতি মুহূর্তে চড়ছে। উল্লেখ্য, ২৭শে আগস্ট অর্থাৎ গতকাল শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যে ম্যাচ দিয়ে এশিয়া কাপ, ২০২২ -এর শুভ সূচনা হয়েছে। এরপর আজ, আলোচ্য এই প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত ও পাকিস্তান, যা ক্রিকেটবিশ্বের অন্যতম হাইপ্রোফাইল ম্যাচ হিসেবেই পরিগণিত। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ এই দুই দল একে অন্যের বিরুদ্ধে খেলবে।

জেনে রাখা ভালো, প্রাথমিকভাবে এবছর শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ আয়োজনের কথা ভাবা হলেও, শেষ পর্যন্ত সেখানকার বিদ্যমান রাজনৈতিক টালমাটাল অবস্থার কারণে সে ভাবনা থেকে সরে আসতে হয়। এরপরেই এশিয়া কাপ, ২০২২ -এর ভেন্যু রূপে সংযুক্ত আরব আমিরশাহিকে বেছে নেওয়া হয়। তাই এশিয়া কাপের ম্যাচগুলি আমরা আরবের (UAE) মাটিতে অনুষ্ঠিত হতে দেখব।

এশিয়া কাপে চিরপ্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে আজকের ম্যাচে ভারত রোহিত শর্মার অধিনায়কত্বে মাঠে নামবে। বস্তুত এই ম্যাচে ভারতীয় টিম কতখানি ভালো পারফরম্যান্স তুলে ধরতে পারে, সেদিকে সকলের নজর থাকবে। বিশেষ করে এই ম্যাচে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে বড় রান আসুক, এমনটা সকলে চাইছেন। উল্লেখ্য, আজ ভারতের বিপক্ষে পাকিস্তানকে নেতৃত্ব দানের ভার থাকবে অধিনায়ক বাবর আজমের ওপর।

ভারত বনাম পাকিস্তান ক’টা থেকে শুরু হবে ম্যাচ? (India vs Pakistan Timings)

আজ ২৮শে আগস্ট, এশিয়া কাপ (২০২২) -এ ভারত এবং পাকিস্তানের ম্যাচ ভারতীয় সময় (IST) সন্ধে ৭-৩০ মিনিটে শুরু হবে। সেক্ষেত্রে ম্যাচ শুরুর আধঘন্টা আগে সন্ধে ৭টার সময় টস অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ যেভাবে দেখা যাবে (How to watch India vs Pakistan match in Asia Cup)

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের দ্বৈরথ উপভোগ করতে হলে Star Sports 1, Star Sports 3 অথবা Star Sports Select HD চ্যানেলে চোখ রাখতে হবে। এছাড়া ওটিটি (OTT) প্ল্যাটফর্ম Disney+ Hotstar থেকে ম্যাচের লাইভ সম্প্রচার প্রত্যক্ষ করা যাবে।