100W ফাস্ট চার্জিং সহ 6,000mah ব্যাটারি, OnePlus-এর বড় ধামাকা আসছে এই বছর

ওয়ানপ্লাস চলতি বছরের প্রথমার্ধে গ্লোবাল মার্কেটে OnePlus 12 এবং 12R – এই দুটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে। চীনে OnePlus 12R মডেলটি OnePlus Ace 3 নামে উপলব্ধ। আবার বছরের দ্বিতীয়ার্ধে, কোম্পানি আরও দুই নতুন ফ্ল্যাগশিপ ফোন আনবে বলে শোনা হচ্ছে। এগুলি হল – OnePlus Ace 3 Pro ও OnePlus 13। সংস্থা কিছু না বললেও, এখন ফোনগুলির কোর ফিচার্স অনলাইনে ফাঁস হয়েছে। চলুন দেখে নিই, এই প্রিমিয়াম ওয়ানপ্লাস হ্যান্ডসেটগুলি কী কী অফার করতে পারে।

OnePlus Ace 3 Pro-এর স্পেসিফিকেশন ও লঞ্চ টাইমলাইন (সম্ভাব্য)

কিছু নির্ভরযোগ্য সূত্র মারফৎ জানা গেছে যে, ওয়ানপ্লাস এস 3 প্রো-তে বিওই (BOE) নির্মিত S1 ওলেড 8T এলটিপিও (S1 OLED 8T LTPO) স্ক্রিন থাকবে, যা 1.5K রেজোলিউশন এবং 6,000 নিট পিক ব্রাইটনেস প্রদান করবে৷ ডিভাইসটি ধাতব মিড ফ্রেম এবং কাঁচ নির্মিত রিয়ার প্যানেল দ্বারা সজ্জিত হবে। আগের একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে, এস 3 প্রো-এ 24 জিবি পর্যন্ত এলপিডিডিআর5x র‍্যাম এবং সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ পাওয়া যাবে।

নতুন রিপোর্ট অনুযায়ী, এই স্ন্যাপড্রাগন 8 জেন 3-চালিত ডিভাইসে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000 এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারি থাকবে। ফটোগ্রাফির জন্য, 50 মেগাপিক্সেলের Sony LYT800 প্রাথমিক ক্যামেরা অফার করবে বলে জানা গেছে। চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) দাবি করেছেন যে, ওয়ানপ্লাস এস 3 প্রো চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে লঞ্চ করা হবে।

OnePlus 13-এর স্পেসিফিকেশন ও লঞ্চের সময়সীমা (প্রত্যাশিত)

ডিসিএস-এর মতে, OnePlus 13 ফ্ল্যাগশিপ ফোনটি 2024 সালের চতুর্থ ত্রৈমাসিকে আনুষ্ঠানিকভাবে বাজারে পা রাখতে চলেছে। এতে নতুন বিওই-নির্মিত ওলেড (OLED) প্যানেল, আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং Qualcomm-এর আসন্ন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 4 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।