Honor Play 5 Vitality Edition ভার্চুয়াল র‌্যাম ফিচারের সাথে লঞ্চ হল, দাম ও ফিচার জেনে নিন

অনর প্লে ৫ ভাইটালিটি এডিশন-এর দাম শুরু ১,৭৯৯ ইউয়ান থেকে (প্রায় ২১,১৬৯ টাকা)

honor-play-5-vitality-edition-launched-price-yuan-1799-specifications-availability

গত মে মাসে লঞ্চ করা Honor Play 5-এর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে নিয়ে এল অনর। কম মূল্যের এই স্মার্টফোনটির নাম Honor Play 5 Vitality Edition। দামে সস্তা হলেও দুর্দান্ত ফিচারে পরিপূর্ণ এটি। Honor Play 5 Vitality Edition-এর ফিচারগুলির মধ্যে হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, এক্সটেন্ডেড র‌্যাম, সুপার-ফাস্ট চার্জিং উল্লেখযোগ্য। আসুন এই ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor Play 5 Vitality Edition দাম ও লভ্যতা

অনর প্লে ৫ ভাইটালিটি এডিশন-এর দাম শুরু ১,৭৯৯ ইউয়ান থেকে (প্রায় ২১,১৬৯ টাকা)। এটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। আবার ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের মূল্য ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৪০০ টাকা)। আপাতত ফোনটি শুধুমাত্র চীনে উপলব্ধ।

Honor Play 5 Vitality Edition: স্পেসিফিকেশন

৫জি কানেক্টিভিটিযুক্ত অনর প্লে ৫ ভাইটালিটি এডিশন ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও স্ক্রিন টু বডি রেশিও ৯৪ শতাংশ। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যাবে। এক্সটেন্ডেড মেমরির মাধ্যমে অতিরিক্ত ২ জিবি অতিরিক্ত র‌্যাম ব্যবহার করা যাবে।

অনর প্লে ৫ ভাইটালিটি এডিশন-এর রিয়ার প্যানেলে এফ/১.৯ অ্যাপারচার-সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এফ/১.৯ অ্যাপারচারযুক্ত ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, এবং এফ/১.৯ অ্যাপারচার-সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেল্ফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা আছে।

অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক ম্যাজিক ইউআই ৪.২ মোবাইল সফটওয়্যারে রান করবে Honor Play 5 Vitality Edition। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে পাওয়া যাবে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৬ ওয়াট সুপারচার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে।

টেকগাপে শুভ্রর প্রথম প্রযুক্তি বিষয়ক লেখায় হাতেখরি৷ স্নাতক স্তরের পড়াশোনার পাশাপাশি এখানেই চলতে থাকে শুভ্রর লেখালেখি৷ কলেজের অধ্যায় শেষ হওয়ার পর শুভ্র এখন টেকগাপের কনটেন্ট টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য৷