Honor View 20 ভারতে দাম ও স্পেসিফিকেশন

অনার ভিউ 20 -র সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর পাঞ্চহোল ডিসপ্লে প্যানেল

  

চীনা স্মার্টফোন কোম্পানি অনার তাদের নতুন স্মার্টফোন Honor View 20 লঞ্চ করলো।অনার ভিউ 20 -র সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর পাঞ্চহোল ডিসপ্লে প্যানেল।কোম্পানির এটাই প্রথম স্মার্টফোন যেটি এই ফিচার নিয়ে আসতে চলেছে।এর আগে Honor এর পেরেন্ট কোম্পানি Huawei এর Huawei Nova 4 পাঞ্চহোল ডিসপ্লে প্যানেলের সাথে লঞ্চ হয়েছিল।নতুন এই মোবাইলটিকে হংকং এ একটি ইভেন্ট এ লঞ্চ করা হয়েছে।আসুন Honor View 20 এর ফিচার ও দাম সম্পর্কে জেনে নেই।

Honor View 20 স্পেসিফিকেশন :

আগেই বলেছি এই ফোনটিতে রয়েছে একদম নতুন পিনহোল ডিসপ্লে। অর্থাৎ ব্যবহারকারীরা এর ডিসপ্লেটিতে ফুল ভিউ ডিসপ্লের আনন্দ নিতে পারবেন।সাথে এই ফোনটিতে রয়েছে 6.4 ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে,যার স্ক্রিন রেজল্যুশন 2310 x 1080 পিক্সেল।ফোনটি কিরিন 980 ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে।এছাড়াও এই মোবাইলটি আপনাকে সর্বোচ্চ
গেমিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য GPU TURBO 2.0 এর সাথে বাজারে এসেছে। এই ফোনে লিকুইড কুলিং 9 টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

ক্যামেরার ব্যাপারে বলতে গেলে এতে রয়েছে EIS প্রযুক্তিযুক্ত 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফীচারের সাথে সামনে রয়েছে 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Honor View 20 স্মার্টফোনে 4000mAh ব্যাটারি আছে যেটি সুপার ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এটিতে অ্যান্ড্রয়েড 9.0 পাই এর সাথে MAGIC UI 2.0 ইউসার ইন্টারফেস দেওয়া হয়েছে।অনার ভিউ 20 তিনটি র‌্যাম ও স্টোরেজ বিকল্পের সাথে এসেছে- 6 জিবি র‌্যাম + 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, 8 জিবি র‌্যাম + 128 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 8 জিবি র‌্যাম + 256 জিবি ইন্টারনাল স্টোরেজ।

Honor View 20 দাম :

Honor View 20 -র প্রাথমিক মডেলের ( 6 জিবি র‌্যাম + 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ) দাম CNY 2999 (ভারতীয় মুদ্রায় প্রায় 30000 টাকা) অন্য মডেলগুলির মধ্যে 8 জিবি র‌্যাম + 128 জিবি ইন্টারনাল স্টোরেজের দাম CNY 3499 ( ভারতীয় মুদ্রায় প্রায় 35500 টাকা) ও 8 জিবি র‌্যাম + 256 জিবি ইন্টারনাল স্টোরেজের দাম CNY 3999 ( ভারতীয় মুদ্রায় প্রায় 40000 টাকা) । ই-বিপণন সংস্থা আমাজন থেকে পাওয়া খবর অনুযায়ী মোবাইলটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে।আগামি 22 শে জানুয়ারী থেকে চীনে এই মোবাইলটির বিক্রি শুরু হবে।

পড়ুন : Xiaomi Mi Notebook Air লঞ্চ হলো Intel Core i5 এর সাথে