Earn Money Online: অনলাইনে অর্থ উপার্জন করুন, ঘরে বসে আয় করার সেরা ৫ উপায়

Earn Money Online: অর্থ উপার্জনের অন্যতম চিরাচরিত পন্থাগুলি হল – চাকরি করা বা একটি ব্যবসা শুরু করা। কিন্তু উভয় ক্ষেত্রেই পর্যাপ্ত সময় এবং কায়িক তথা মানসিক শ্রম প্রদান করা বাধ্যতামূলক। আবার ব্যবসার ক্ষেত্রে মূলধন বিনিয়োগের একটা অতিরিক্ত সমস্যা আছে। কিন্তু জানিয়ে রাখি, এমনও কয়েকটি বিশেষ উপায় আছে, যেখানে সময়, মূলধন বা শ্রম না দিয়েও ঘরে বসে টাকা রোজগার করা সম্ভব (Make Money Online at Home)। ফলে আপনারা যারা বিনা খাটনি ও বিনিয়োগে অতিরিক্ত ‘ইনকাম’ বা ‘পকেট মানি’ জোগাড় করতে চান, তাদের জন্য এই উপায়গুলি যথেষ্ট লাভদায়ক প্রমাণিত হতে পারে। আপনাদের মধ্যে যারা এই বিষয়ে বিস্তারে জানতে চান, তারা আমাদের এই প্রতিবেদন দেখে নিতে পারেন…

ঘরে বসে অনলাইনে অতিরিক্তি অর্থ উপার্জনের ৫টি উপায় (5 Ways to Make Money Online at Home)

১. ক্যাশব্যাক পরিষেবা (Cashback services)

আপনি কেনাকাটা করার সময় অতিরিক্ত অর্থ উপার্জন করতে চাইলে, ক্যাশব্যাক সার্ভিসের জন্য সাইন আপ করতে পারেন। এর মাধ্যমে, আপনি নগদ টাকা বা পয়েন্ট আকারে আপনার ‘পারচেজ প্রাইস’ -এর একটি শতাংশ ফিরে পেতে সক্ষম হবেন৷ এক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বিবিধ প্রকারের ক্যাশব্যাক পরিষেবা উপলব্ধ রয়েছে। তাই বিকল্পগুলি তুলনা করে এবং আপনার প্রয়োজন অনুসারে সবচেয়ে উপযুক্ত একটি ক্যাশব্যাক সার্ভিস খুঁজে নিতে পারেন৷ আমরা আপনাকে এই ধরনের তিনটি অ্যাপের নাম বলতে পারি – GoPaisa Cashback & Coupon 24*7, PaisaWapas, Simpl Pay Later।

আলোচ্য সার্ভিসের সুবিধা কিভাবে নেবেন সেই পদ্ধতি সম্পর্কে আসা যাক এবার। আপনি ক্যাশব্যাক সার্ভিসের জন্য সাইন আপ করতে চাইলে, প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এবং তারপর আপনার পেমেন্ট তথ্য প্রদান করুন। এবার এই স্কিমের সুবিধা প্রদানকারী পার্টনার স্টোর থেকে কেনাকাটা করুন এবং ক্যাশব্যাক প্রাপ্ত করুন। এক্ষেত্রে, কিছু স্টোর আবার নির্দিষ্ট পরিমাণ শপিং অ্যামাউন্টের পরিবর্তে বোনাস ক্যাশব্যাকও অফার করে থাকে। ফলে আপনি ক্যাশব্যাক পরিষেবার দৌলতে নিজের বাজেট বজায় রাখতে যেমন সফল হবেন, তেমনি খরচ করা টাকাও ফেরত পাবেন। এক্ষেত্রে আপনাদের মনে হতেই পারে যে, এই পন্থা অবলম্বনে বিনামূল্যে অর্থ উপার্জন করা যাচ্ছে না। কিন্তু দেখতে গেলে, কেনাকাটা করতে গেলে যা টাকা খরচ হয় তাতে ভারী ডিসকাউন্ট পাওয়ার অন্যতম উপায় হল ক্যাশব্যাক।

২. প্যাসিভ ইনকাম অ্যাপস (Passive income apps)

প্যাসিভ ইনকাম অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অর্থ উপার্জন করা সম্ভব। কার্যকারিতার কথা বললে, আলোচ্য অ্যাপটিকে আপনার ডিভাইসের একটি নির্দিষ্ট ফিচার (যেমন – অব্যবহৃত ইন্টারনেট ব্যান্ডউইথ) ব্যবহার করতে দিলে, বিনিময় আপনি কিছু অর্থ পাবেন৷ এক্ষেত্রে, Honeygain হল ব্যবহৃত প্যাসিভ ইনকাম অ্যাপগুলির মধ্যে একটি। এই অ্যাপ, Honeygain নেটওয়ার্কের সাথে আপনার ডিভাইসের ইন্টারনেট ব্যান্ডউইথ শেয়ার করলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ অফার করবে। তবে এই টাকা পাওয়ার জন্য, আপনাকে প্রথমেই Honeygain অ্যাপ্লিকেশন ইনস্টল করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাপ – উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড এবং আইওএস সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ।

জানিয়ে রাখি, উক্ত অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। ফলে আপনাকে কোনো শ্রম দিতে হবে না। Honeygain, আপনার দ্বারা শেয়ার করা প্রতি ১০এমবি ট্রাফিকের জন্য ৬টি ক্রেডিট দেবে। এই বিশেষ সিস্টেমে, ১ডলার বা প্রায় ৮১ টাকা হল ১০০০ ক্রেডিটের সমান। এখানে একটি রেফারেল সিস্টেমও আছে, যেখান থেকে আপনি আপনার দ্বারা রেফারেলের আয়ের ১০% এর সমতুল্য অর্থ উপার্জন করতে পারবেন। আর আপনার প্রদত্ত রেফারেল লিঙ্ক ব্যবহার করে সাইন আপ করার ক্ষেত্রে বোনাস হিসাবে ৫ ডলার (৪০৭ টাকা) দেওয়া হবে।

৩. ওয়েবসাইট টেস্ট করে আয় (Test Websites and Earn Money)

আপনি ওয়েবসাইট টেস্ট করেও সামান্য পরিমান অর্থ উপার্জন করতে পারবেন। এক্ষেত্রে ওয়েবসাইট টেস্ট করার জন্য অর্থ প্রদান করবে এমন বেশ কয়েকটি কোম্পানি বিদ্যমান রয়েছে অনলাইনে। এই কোম্পানিগুলি এমন লোক খুঁজে থাকে যারা ইউজার এক্সপিরিয়েন্সের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে, কোনো সমস্যা চিহ্নিত করতে এবং উন্নতির জন্য পরামর্শ দিতে পারে। আপনিও যদি ওয়েবসাইট টেস্ট করতে ইচ্ছুক থাকেন, তবে প্রথমেই এমন কোনো কোম্পানির অধীনে সাইন আপ করুন এবং একটি ছোট স্ক্রীনিং টেস্ট সম্পূর্ণ করুন। এবার আপনি যদি অনুমোদিত হয়ে যান, তাহলে অ্যাসাইনমেন্ট পেতে শুরু করবেন। জানিয়ে রাখি, বেশিরভাগ ওয়েবসাইট টেস্ট শেষ করতে ১০-২০ মিনিট সময় লাগে এবং প্রতি টেস্টের জন্য আপনাকে ১০-১৫ ডলার (প্রায় ৮১৫-১,২২৩ টাকা) প্রদান করা হবে। এই ধরনের একটি ওয়েবসাইট হল – www.lifepointspanel.com

৪. আপনার পুরানো পোষাক বিক্রি করুন (Sell your old clothes)

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জামাকাপড় একটু পুরোনো হলেই আর পরতে চান না। ফলে বাতিলের পর্যায়ে পরে যাওয়া পোষাকগুলিকে ফেলে দেওয়া হয় নতুবা কাউকে দিয়ে দেওয়া হয়। কিন্তু এমনটা করার পরিবর্তে আপনারা যদি এই পুরোনো জামাগুলি বিক্রি করেন, তবে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। আর এমনটা করার জন্য বেশ কয়েকটি উপায়ও রয়েছে। বিশেষত আপনি যদি ব্র্যান্ডেড কাপড় বিক্রি করেন, তবে চিত্তাকর্ষক পরিমাণ টাকা রোজগার করতে সক্ষম হবেন। এই ধরনের একটি ওয়েবসাইট হল – poshmark.in

৫. স্বীয় নির্মিত কারুশিল্প বিক্রি করুন ও আয় করুন (Sell your crafts and earn money)

আপনার হবি বা শখই যদি অর্থ উপার্জনে সাহায্য করে তবে কেমন লাগবে?? নিশ্চয়ই আপনার মন ও পকেট উভয়কেই খুশি করবে! এক্ষেত্রে, আপনি যদি ক্র্যাফটিং বা কারুশিল্প তৈরি করা উপভোগ করেন তবে এমন অনেক উপায় রয়েছে যার সাহায্যে টাকা রোজগার করা সম্ভব। যেমন, অনলাইনে একটি ই-শপের জন্য পেজ তৈরী করা যেতে পারে বা স্থানীয় কারুশিল্প মেলায় বিক্রি স্বয়ং স্টল দিয়ে করা যেতে পারে। তবে একটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে যে, সেল বাড়ানো তথা গ্রাহক-বেসের আস্থা অর্জনের জন্য সবসময় ‘কোয়ালিটি’ ও ‘কোয়ান্টিটি’ বজায় রাখার উপর প্রাধান্য দেওয়া উচিত।

অতএব, সব মিলিয়ে বিনামূল্যে অর্থ উপার্জন করার উপরি উল্লেখিত উপায় কিন্তু যথেষ্ট লাভদায়ক। আর আজকাল সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাওয়াতে আরো সহজসাধ্যও বটে। ফলে দ্বিতীয় রোজগারের জন্য বা পকেটমানি উপার্জনের জন্য আপনি এই সকল উপায় অবলম্বনের বিষয়ে ভেবে দেখতে পারেন (Earn Extra Income From Home In India)।