Categories: How To

Aadhaar Card Free Update: এখন একপয়সাও লাগবে না, বিনামূল্যে আধার আপডেট করার সুযোগ বেশিদিন নেই

৮ থেকে ৮০ যেকোনো বয়সের মানুষের কাছেই বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) থাকা আবশ্যক। কেননা এটি সাথে না থাকলে সেই ব্যক্তিকে ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে না। ফলে বোঝাই যাচ্ছে নাগরিকত্ব প্রমানের জন্য আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ। যেকারণে এই ডকুমেন্টে প্রদত্ত তথ্যগুলি সঠিক ও আপ-টু-ডেট থাকা খুবই জরুরি। তাই আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনস ২০১৬ নিয়মের অধীনে, প্রত্যেক আধার কার্ড ধারককে প্রতি ১০ বছর অন্তর এই পরিচয়পত্রটি আপডেট করার নির্দেশ দেওয়া হয়। একই সাথে, ঠিকানা সংক্রান্ত তথ্য যদি পরিবর্তনের প্রয়োজন পরে তবে তা অবিলম্বে করার পরামর্শও দিয়েছে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI)। মূলত আধার সম্পর্কিত জালিয়াতি প্রতিরোধ এবং দেশের সঠিক জনসংখ্যার ধারণা পেতে এমনটা করতে বলা হয়েছে।

তাই আপনাদেরও যদি আধার কার্ডে থাকা ডেটা পরিবর্তন করার প্রয়োজন পরে বা ১০ বছরেরও আগে ডকুমেন্টটি তৈরী করে থাকেন তবে আমাদের প্রতিবেদন থেকে আধার কার্ড আপডেট করার পদ্ধতি জেনে নিতে পারেন। তবে আগেই বলে দিই আধার আপডেটের জন্য ‘প্রুফ অফ আইডেন্টিটি’ (PoI) এবং ‘প্রুফ অফ অ্যাড্রেস’ (PoA) কাছে থাকা আবশ্যক৷

বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ (Aadhaar Card Update Last Date) :

আপনারা মাই-আধার (MyAadhaar) পোর্টালে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে আধার আপডেট করার সুবিধা পাবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, আগামী ১৪ই জুন পর্যন্তই শুধুমাত্র নিখরচায় আধার আপডেট করা যাবে। ১৪ই জুনের পর এই পরিচয়পত্রটি আপডেট করাতে হলে আপনাদের পুনরায় নির্ধারিত ফি প্রদান করতে হবে।

আধার কার্ড আপডেটের ফি কত? (How much is the Aadhaar Card Update Fee?)

জুন মাসের ১৪ তারিখের পর অনলাইনে আধার কার্ড আপডেট করার জন্য ২৫ টাকার ফি নেওয়া হবে। তবে অফলাইন মোডে অর্থাৎ নিকটবর্তী আধার এনরোলমেন্ট কেন্দ্রে গিয়ে যদি আপনারা এই ডকুমেন্ট আপডেট করাতে চান তবে দ্বিগুন অর্থাৎ ৫০ টাকা খরচ করতে হবে।

বিনামূল্যে কীভাবে আধার কার্ড আপডেট করাবেন? (How To Update Aadhaar Card For Free?)

১. প্রথমেই মাইআধার (myAadhaar) পোর্টালে চলে যান।
২. এর পরে লগইন বাটনে ক্লিক করুন।
৩. এখানে আপনাদের আধার নম্বর এবং ক্যাপচা কোড এন্টার করতে বলা হবে। পরবর্তীতে রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি নম্বর পাঠানো হবে।
৪. ওটিপি নম্বর পাওয়ার পর তা এন্টার করুন এবং লগইন বাটনে ক্লিক করুন।
৫. এবার ‘ডকুমেন্ট আপডেট’ বাটনে ক্লিক করুন।
৬. নির্দেশিকা পড়ার পর ‘Next’ লেখা বাটনে ক্লিক করুন।
৭. এবার ‘Verify Your Demographic Details’ পেজে চলে যান এবং ‘I verify that the above details are correct’ বক্সে টিক দিন।
৮. তারপর ‘Next’ বাটনে ক্লিক করুন।
৯. এখন আপনার ‘Proof of Identity’ এবং ‘Proof of Address’ ডকুমেন্ট আপলোড করতে বলা হবে।
১০. ডকুমেন্টগুলি আপলোড করার পর ‘Submit’ বাটনে ক্লিক করুন।
১১. এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পর ‘সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN)’ নম্বর দেওয়া হবে। এই নম্বরটি সেভ করে রাখুন। কেননা এর মাধ্যমেই আপনারা নিজেদের আধার কার্ড আপডেটের অবস্থা ট্র্যাক করতে পারবেন।

জানিয়ে রাখি, আপনার দ্বারা প্রদত্ত নথিপত্র যদি সঠিক থাকে তবে আবেদন করার পরবর্তী ৭টি কার্যদিবসের মধ্যেই আধার কার্ড আপডেট করে দেওয়া হবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago