Aadhaar Card: অনলাইনে আধার কার্ডের মোবাইল নম্বর আপডেট করা যাবে? দেখুন গাইড

বর্তমান যুগে Aadhaar Card প্রত্যেক ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ নথি। আর এতে কোনো তথ্য ভুল থাকলে অথবা মোবাইল নম্বর সংযুক্ত করা না থাকলে যে কোনো…

Aadhaar Card How To Change Mobile Number Online Offline Steps Verify Phone Number Email Address

বর্তমান যুগে Aadhaar Card প্রত্যেক ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ নথি। আর এতে কোনো তথ্য ভুল থাকলে অথবা মোবাইল নম্বর সংযুক্ত করা না থাকলে যে কোনো রকম সরকারি বা বেসরকারি কাজ করা দুর্বিষহ হয়ে ওঠে। কিছুদিন আগে পর্যন্ত অনলাইনেই আধার কার্ডের মোবাইল নম্বর আপডেট করা যেত। কিন্তু UIDAI এখন এই পরিষেবা অফলাইন আধার এনরোলমেন্ট সেন্টার থেকে পাওয়া যাবে বলে জানিয়েছে। ফলে অনলাইনে আধার কার্ডের মোবাইল নম্বর পরিবর্তন করা সম্ভব নয়। তবে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে আধার কার্ডের নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি আপডেট করতে পারবেন। এছাড়া আপনার আধার কার্ডের মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে পারবেন।

কীভাবে Aadhaar Card-এ মোবাইল নম্বর ও ইমেল ভেরিফাই করবেন?

  • প্রথমে UIDAI-এর অনলাইন পোর্টালে ‘মাই আধার’ সেকশনে গিয়ে সাইন ইন করুন।
  • তারপর ‘অনলাইন আধার সার্ভিস’ মেনুর অধীনে, ‘ইমেল/মোবাইল নম্বর ভেরিফাই’ অপশনটি নির্বাচন করুন।
  • এবার, আপনার মোবাইল ফোনে একটি ওটিপি পেতে সিকিউরিটি কোড সহ আপনার আধার কার্ড নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখুন।
  • তারপর ওটিপিটি লিখুন এবং ‘ভেরিফাই ওটিপি’ অপশনে ক্লিক করুন।
  • আর এই যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে স্ক্রিনে একটি সবুজ টিক দেখতে পাবেন।

কীভাবে ওটিপি ছাড়াই অনলাইনে আধার কার্ডের মোবাইল নম্বর পরিবর্তন করবেন?

যদি কোনো ব্যক্তির আধার কার্ডের সাথে তার মোবাইল নম্বর রেজিস্টার্ড না থাকে, তাহলে তারা ফোন নম্বর আপডেট করার জন্য আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টাল ব্যবহার করতে পারবে না। UIDAI এই ধরনের ব্যক্তিদের মোবাইল নম্বর আপডেট করার জন্য একটি সমাধান নিয়ে এসেছে। আর এর জন্য যা করতে হবে সে গুলি হল –

  • ওটিপি ছাড়াই মোবাইল নম্বর আপডেট করার জন্য নিকটতম আধার এনরোলমেন্ট সেন্টার/আধার সেবা কেন্দ্রে যান।
  • এবার সেখান থেকে মোবাইল নম্বর আপডেট করার ফর্ম সংগ্রহ করুন এবং আপনার নতুন ফোন নম্বর সহ প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করুন।
  • এবার, আপনার আধার বিবরণ আপডেট করার কাজে নিযুক্ত আধিকারিকদের সাথে যোগাযোগ করুন এবং তার কাছে ফর্ম জমা দিন।
  • তারপর আধিকারিক-এর নির্দেশ অনুযায়ী বায়োমেট্রিক প্রমাণীকরণের পরে এই পরিষেবার জন্য নির্দিষ্ট করা ফি প্রদান করুন।
  • এবার সেই আধিকারিক আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে, যাতে ‘আপডেট রিকোয়েস্ট নম্বর’ লেখা (ইউআরএন) থাকবে।
  • আপনি আপনার আধার কার্ড আপডেটের অনুরোধের অবস্থা ট্র্যাক করতে UIDAI-এর ওয়েবসাইটে URN লিখে চেক করতে পারবেন। অথবা, আপনি UIDAI-এর টোল-ফ্রি নম্বর 1947 ডায়াল করতে পারেন।