Aadhaar Card Update: একমাসও আর সময় নেই, ফ্রিতে ঘরে বসেই করুন আধার কার্ড আপডেট

গত জুন মাসে ভারত সরকার দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল। ফলে এক মাসেরও কম সময় রয়েছে হাতে। তাই…

Aadhaar Card Update Only One Month Left Last Date On 14 September How To Update Aadhaar Online

গত জুন মাসে ভারত সরকার দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল। ফলে এক মাসেরও কম সময় রয়েছে হাতে। তাই আপনার আধার কার্ড যদি 10 বছরের পুরানো হয় এবং কখনও যদি আপডেট না করে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনি বাড়িতে বসেই স্মার্টফোন থেকে আপনার আধার আপডেট করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে।

আধার আপডেটের জন্য এই ডকুমেন্টের প্রয়োজন

আধার আপডেটের জন্য আপনার দুটি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে। প্রথমটি হল পরিচয়পত্র ও দ্বিতীয়টি ঠিকানার প্রমাণপত্র। সাধারণত আধার আপডেটের জন্য আধার কেন্দ্রে 50 টাকা চার্জ করা হয়, তবে UIDAI আগামী 14 জুন পর্যন্ত অনলাইনে আধার আপডেটের সুবিধা বিনামূল্যে দিচ্ছে। পরিচয়পত্র হিসেবে আপনি প্যান কার্ড ও ঠিকানার প্রমাণ হিসেবে ভোটার কার্ড দিতে পারেন।

অনলাইনে কীভাবে আধার আপডেট করবেন

মোবাইল বা ল্যাপটপ থেকে UIDAI এর ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর ‘আপডেট আধার’ অপশনে ক্লিক করুন। এবার আধার নম্বর দিয়ে ফোনে আসা ওটিপি এন্টার করুন এবং লগইন করুন। এর পরে, আপনার আধার কার্ডের তথ্য যাচাই করুন এবং যে তথ্য আপডেট করতে চান সেগুলি লিখুন।

এবার নিচের ড্রপ লিস্ট থেকে পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ হিসেবে ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করুন। এবার সাবমিটে ক্লিক করুন। এর পরে, আপনি একটি রিকোয়েস্ট নম্বর পাবেন। আপনি পরবর্তিতে রিকোয়েস্ট নম্বর থেকে আপডেটের বর্তমান অবস্থা পরীক্ষা করতে পারবেন। সাধারণত আধার আপডেটের জন্য 15 দিন সময় লাগে।