Aadhaar-PAN Card Link না করলে এই ৪টি সমস্যার সম্মুখীন হবেন, অবশ্যই জেনে নিন

আপনি যদি এখনও Aadhaar-PAN Card Link না করে থাকেন তাহলে এক্ষুনি করিয়ে নিন, নইলে নিন্মলিখিত এই ৪টি অসুবিধার সম্মুখীন হতে পারেন

Aadhaar-PAN Card Link নিয়ে ভারত সরকার তাদের ডেডলাইন ঘোষণা করেছে। আগামী ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত প্যান কার্ডধারীরা আধার কার্ডের সাথে লিঙ্ক করার সুযোগ পাবেন। যদি কেউ এই দুই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লিঙ্ক করতে ব্যর্থ হয়, তবে তাকে বড় ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। রিপোর্ট অনুযায়ী, প্রায় ১৩ কোটি মানুষ এখনও আধার-প্যান কার্ড লিঙ্ক করেননি। এই কারণেই আয়কর বিভাগ এখন ১,০০০ টাকা জরিমানা নিতে শুরু করেছে।

তাই আপনি যদি এখনও Aadhaar-PAN Card Link না করে থাকেন তাহলে এক্ষুনি করিয়ে নিন, নইলে নিন্মলিখিত এই ৮টি অসুবিধার সম্মুখীন হতে পারেন।

প্যান কার্ড নিষ্ক্রিয়

আয়কর বিভাগ যদি আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেয়, তাহলে আপনি ৫ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা কিনতে পারবেন না। এছাড়া, আপনি যদি কোনও সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০,০০০ টাকার বেশি জমা বা তুলতে চান তবে প্যান নম্বর প্রয়োজন এবং প্যান সক্রিয় না থাকলে আপনি তা করতে পারবেন না।

আবার আয়কর রিটার্ন ফাইল করার জন্য আপনার প্যান নম্বর প্রয়োজন। অর্থাৎ যদি আপনার প্যান নম্বর সক্রিয় না থাকে তবে আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারবেন না। এছাড়া যে কোনো ধরনের আর্থিক লেনদেন করতেও আপনার অনেক সমস্যা হবে। আপনার যদি প্যান নম্বর না থাকে তবে আপনি মিউচুয়াল এবং এইধরনের স্কিমগুলিতে বিনিয়োগ করতে পারবেন না। সরকারী প্রকল্পগুলির সুবিধা নিতে আপনার একটি প্যান নম্বর থাকতে হবে। আপনি যদি এমন কোনও সমস্যার মুখোমুখি না হতে চান তবে আজই প্যান ও আধার কার্ড লিঙ্ক করুন।