AC Use Tips: গরমে শরীর চ্যাটচেটে হয়ে যাচ্ছে? মুক্তি দেবে এসির এই বিশেষ মোড

বর্ষাকাল শুরু হলেও গরম থেকে এখনো স্বস্তি মেলেনি। বৃষ্টি শেষ হতেই ফের ঘাম এবং চ্যাটচেটে ভাব অনুভূত হচ্ছে এখনও। তবে আপনার বাড়িতে যদি এসি লাগানো…

Ac-Best-Use-Tips-Special-Mode-To-Get-Rid-Of-The-Humid-Summer

বর্ষাকাল শুরু হলেও গরম থেকে এখনো স্বস্তি মেলেনি। বৃষ্টি শেষ হতেই ফের ঘাম এবং চ্যাটচেটে ভাব অনুভূত হচ্ছে এখনও। তবে আপনার বাড়িতে যদি এসি লাগানো থাকে, তাহলে এই অবস্থা থেকে মুক্তি পেতে একটি বিশেষ মোড ব্যবহার করা যেতে পারে। আসুন কি সেই মোড জেনে নেওয়া যাক।

এসিতে আছে স্পেশাল ড্রাই মোড

আপনি যখন আপনার এসিকে ড্রাই মোডে সেট করেন, তখন এটি ঘরের আর্দ্রতা কমাতে কাজ করে। এই মোডটি বাতাসকে শীতল করার পরিবর্তে বাতাস থেকে আর্দ্রতা সরিয়ে দেয়। বাতাসে আর্দ্রতা কম থাকলে আপনি আরও শীতল বোধ করেন।

এছাড়াও, কম আর্দ্রতা শ্বাস নিতে সুবিধা করে দেয়, বিশেষত অ্যালার্জি বা শ্বাসকষ্টজনিত সমস্যাযুক্ত ব্যক্তিদের জন্য। শুধু তাই নয়, কম আর্দ্রতা জীবাণু এবং ব্যাকটেরিয়ার জন্ম হতে দেয় ননা, যা আপনার বাড়ির পরিবেশকে পরিষ্কার রাখে।

আপনি কীভাবে এসিতে ড্রাই মোড ব্যবহার করবেন

রিমোট কন্ট্রোল: আপনার এসির রিমোট কন্ট্রোলে ড্রাই মোড অপশনটি খুঁজুন। এটি সাধারণত একটি ড্রপ বা মেঘের মতো আইকন দিয়ে বোঝানো হয়।

এসি সেটিংস: আপনার এসিতে টাচস্ক্রিন বা বাটন থাকলে সেটিংসে গিয়ে ড্রাই মোড সক্রিয় করুন।

আপনি চাইলে এসির ম্যানুয়াল থেকে চেক করে নিতে পারেন এই ফিচারটি আপনার মডেলে পাওয়া যাচ্ছে কি না।

ড্রাই মোড ব্যবহারের টিপস

ড্রাই মোডকে আরও কার্যকর করতে ঘর বন্ধ রাখুন। এছাড়া এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন যাতে বাতাসের প্রবাহ ভালো থাকে এবং এসি ভালোভাবে কাজ করে। বর্ষাকালে ও ঘর্মাক্ত গরমে এই মোড সবচেয়ে বেশি কার্যকরী।