Baal Aadhaar Card: বাচ্চার আধার কার্ড বানান এখান থেকে, কীভাবে আবেদন করবেন দেখে নিন
Baal or Blue Aadhaar Card: বাল বা ব্লু আধার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে আপনাকে প্রথমে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে, uidai.gov.in -এ যেতে হবে

ভারতে আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার একপ্রকার বাধ্যতামূলক হয়ে পড়েছে। সবার এখন আধার কার্ড প্রয়োজন। এমনকি আপনার বাড়িতে যদি কোনও নতুন অতিথি আসে অর্থাৎ কোনও শিশু জন্মায়, তবে আপনি তারও আধার কার্ড বানিয়ে নেওয়া দরকার। বাচ্চার আধার কার্ড পেতে হলে আপনাকে হাসপাতালের ডিসচার্জ স্লিপ বা বার্থ সার্টিফিকেট দিতে হবে। বাচ্চা বড় হলে স্কুল আইডিও দিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কিভাবে ঘরে বসেই বাল আধার কার্ডের জন্য আবেদন (Baal Aadhaar Card Apply) করা যায়।
কিভাবে বাল আধার কার্ডের জন্য আবেদন করবেন:
গুরুত্বপূর্ণ নথি:
শিশুর জন্ম প্রমাণপত্র
মাতা ও পিতার আধার
ব্লু আধার কার্ডের জন্য এভাবে করুন অ্যাপ্লাই
- বাল বা ব্লু আধার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে আপনাকে প্রথমে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে, uidai.gov.in -এ যেতে হবে।
- এরপর পাশের এনরোলমেন্ট সেন্টার খুঁজতে হবে এবং সুবিধা মতো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
- পরবর্তী প্রক্রিয়ার জন্য আপনাকে আধার কার্ড ইউআইডিএআই সেন্টারে যেতে হবে।
- সেখান থেকে একটি আধার রেজিস্ট্রেশন ফর্ম দিতে হবে।
- শিশুর নাম, বাবা-মায়ের ফোন নম্বর ও বায়োমেট্রিক ডেটা সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
- তারপরে ফর্মটি সেন্টারে জমা দিতে হবে।
এরপর তারা আপনাকে ডেকে নেবেন এবং পরবর্তী পদক্ষেপগুলি বলে দেবেন। মনে রাখবেন বাল আধার ৫ বছর পর্যন্ত বৈধ।