টাকা দরকার? WhatsApp থেকে ৩০ সেকেন্ডে নিন লোন, ডকুমেন্টের প্রয়োজন নেই

হঠাৎ করে জরুরী প্রয়োজনে অনেক টাকার দরকার পড়লে অধিকাংশ মানুষেরই সর্বপ্রথম লোন নেওয়ার কথা মাথায় আসে। তবে লোন পাওয়া তো মুখের কথা নয়, ঋণ নেওয়ার দীর্ঘ প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন নথিপত্রের জটিলতার কারণে ঋণগ্রহীতাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। এছাড়া, ঋণের জন্য আবেদন করার পর তা অনুমোদিত হল কি না, তা জানার জন্যও অনেকটা সময় ব্যয় করতে হয় ইউজারদের। তবে এবার ব্যবহারকারীদের মুশকিল আসান করতে মাঠে নেমেছে WhatsApp; এখন Meta মালিকানাধীন অ্যাপটি ব্যবহার করলে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে সহজেই ঋণ পেয়ে যাবেন ইউজাররা! আজ্ঞে হ্যাঁ, শুনে কিঞ্চিৎ অবিশ্বাস্য বলে মনে হলেও কথাটা কিন্তু ১০০% সত্যি।

সবচেয়ে বড়ো কথা হল, হোয়াটসঅ্যাপ মারফত ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো নথিপত্রের প্রয়োজন হবে না। তদুপরি, কোনো ফর্মও ফিলআপ করতে হবে না ইউজারদের। এছাড়া, ঋণ নিতে হলে কোনো বিশেষ আবেদনপত্র ডাউনলোড করারও প্রয়োজন পড়বে না। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে, কীভাবে এই অসম্ভবকে সম্ভব করা যাবে? সেক্ষেত্রে বলি, ভারতীয় ইউজারদেরকে অতি সহজে ইনস্ট্যান্ট লোন প্রদান করার জন্য ফিনটেক কোম্পানি CasHe, হোয়াটসঅ্যাপ চ্যাটবট সলিউশন প্রোভাইডার জিও হ্যাপটিক (Jio Haptik)-এর সাথে অংশীদারিত্ব করেছে। এর ফলে আপৎকালীন পরিস্থিতিতে কোনো নথিপত্রের জটিলতা ছাড়াই হোয়াটসঅ্যাপ মারফত মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই লোন পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা। চলুন, CasHe-এর দৌলতে কীভাবে হোয়াটসঅ্যাপে ঋণ পাওয়া যাবে, সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

WhatsApp-এ CASHe-র মাধ্যমে কীভাবে লোন পাওয়া যাবে?

ধাপ ১: প্রথমে আপনার ফোনে CASHe-এর হোয়াটসঅ্যাপ নম্বর +৯১ ৮০৯৭৫ ৫৩১৯১-কে সেভ করে নিন।

ধাপ ২: এবার হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং উক্ত নম্বরটিতে CASHe-কে “Hi” লিখে পাঠান।

ধাপ ৩: হাই টাইপ করার পর ইনস্ট্যান্ট লোন নেওয়ার জন্য ইউজারদেরকে “গেট ইন্টারেস্ট ক্রেডিট লাইন” অপশনে ক্লিক করতে হবে।

ধাপ ৪: এবার প্যান কার্ডে আপনার যে নামটি লেখা আছে, সেটিকে এন্টার করুন।

ধাপ ৫: তারপর এআই (AI) চালিত বট আপনার ইনপুট ভেরিফাই করবে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ফর্মাল অ্যাপ্লিকেশন এবং কেওয়াইসি (KYC) চেক করবে।

ধাপ ৬: যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আপনি ৩০ সেকেন্ডের মধ্যে ৫,০০০ টাকা পর্যন্ত ফ্রি-অ্যাপ্রুভড ক্রেডিট লাইন পেতে সক্ষম হবেন।

এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে, যদি ৫,০০০ টাকার চাইতেও বেশি লোনের প্রয়োজন হয়, তাহলে তখন কী করতে হবে? সেক্ষেত্রে বলি, এর জন্য আপনি সরাসরি CASHe-এর মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এর ফলে ১,০০,০০০ টাকা পর্যন্ত ক্রেডিট লাইনের পাশাপাশি ৪,০০,০০০ টাকা পর্যন্ত পার্সোনাল লোন পাওয়া যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, WhatsApp ইনস্ট্যান্ট ক্রেডিট লাইন ফেসিলিটি শুধুমাত্র বেতনভোগীদের জন্য উপলব্ধ। এই নয়া পরিষেবার দৌলতে ব্যবহারকারীরা বিশেষভাবে উপকৃত হবেন বলেই আশা করছেন CASHe-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও স্বপন রাজদেব।