Crayon Snow Plus: চালাতে লাইসেন্স লাগবে না , সস্তায় কম গতির ই-স্কুটার লঞ্চ হল ভারতে

২০২২-এ একাধিক সংস্থা ভারতের বাজারে তাদের বিভিন্ন মডেলের ইলেকট্রিক টু-হুইলার যে নিয়ে আসতে চলেছে তা গত বছরই আভাস পাওয়া গিয়েছিল। নতুন বছর শুরু হয়েছে সবে এক মাস পেরিয়েছে। এরইমধ্যে বহু সংস্থাই ভারতের বাজারে তাদের বৈদ্যুতিক যান লঞ্চ করেছে। এবার অপর এক ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ Crayon Motors আজ ভারতের বাজারে লঞ্চ করল Snow+ নামক স্বল্প গতির বৈদ্যুতিক স্কুটার। ভারতের বাজারে স্কুটারটির দাম রাখা হয়েছে ৬৪,০০০ টাকা।

স্বল্প গতির এই স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিমি হওয়ায় এটি চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে না। ফলে এটি কমবয়সীদের জন্য সেরা বিকল্প হতে পারে৷ আকারে ছোটখাটো ক্রেয়ন স্নো+ (Crayon Snow+) ই-স্কুটারটিতে রয়েছে একটি ২৫০ ওয়াট শক্তির মোটর। এর ফিচারের তালিকায় রয়েছে সেন্ট্রাল লকিং, ইউএসবি চার্জিং পোর্ট, অ্যান্টি থেফ্ট, নেভিগেশান (জিপিএস) এবং একটি ডিজিটাল স্পিডোমিটার।

Crayon Snow+ স্কুটারটি বর্তমানে দিল্লি, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, রাজস্থান, গুজরাত, বিহার সহ অন্যান্য রাজ্যে সংস্থার মোট ১০০টি ডিলারশিপ থেকে কিনতে পারবেন গ্রাহকরা। এই প্রসঙ্গে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর মায়াঙ্ক জৈন (Mayank Jain) বলেছেন, “শহরের মধ্যে প্রত্যহ চলাচলের জন্য এই স্বল্প গতির স্কুটারগুলি উপযুক্ত। গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে এই ইলেকট্রিক স্কুটার। এটি সাশ্রয়ী, আরামদায়ক এবং নির্ঝঞ্ঝাট যাত্রার অভিজ্ঞতা দেবে চালকদের।”

Crayon Motors-এর তরফে জানানো হয়েছে, স্বল্প গতির বৈদ্যুতিক স্কুটার দিয়ে যাত্রা শুরু হলেও তাদের লক্ষ্য উচ্চগতির পণ্যের দিকে। তাই চলতি মাসের শেষের দিকে দুটি নতুন উচ্চগতির টু-হুইলার নিয়ে আসার কথা জানিয়েছে তারা।