Driving Licence: ঘরে বসেই বানান ড্রাইভিং লাইসেন্স, অনলাইনে কীভাবে আবেদন করবেন

অনলাইনে কীভাবে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করবেন জেনে নিন (How to Apply for Learner's License Online)

Driving Licence Online: একথা আমরা সকলেই জানি যে, যে-কোনো গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সেক্ষেত্রে আপনি যদি গাড়ি চালাতে আগ্রহী হন, কিন্তু আপনার কাছে লাইসেন্স না থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই; কারণ এখন অনলাইনে এক চুটকিতেই এই কাজটি সেরে ফেলা যায়। এজন্য আপনাকে প্রথমে লার্নার লাইসেন্স (Learner Licence) নিতে হবে এবং ন্যূনতম এক মাস পর স্থায়ী (পার্মানেন্ট) লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। বলে রাখি, লার্নার লাইসেন্সের মেয়াদ ৬ মাস পর্যন্ত বৈধ, যার মধ্যে স্থায়ী লাইসেন্সের জন্য আবেদন করা বাধ্যতামূলক। কোনো কারণে এই সময়সীমা শেষ হয়ে গেলে আপনাকে আবার লার্নার লাইসেন্স নিতে হবে।  

অনলাইনে কীভাবে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করবেন (How to Apply for Learner’s Licence Online)

লার্নার ড্রাইভিং লাইসেন্স পেতে হলে ইউজাররা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, অনলাইন মাধ্যমে লাইসেন্স পাওয়া খুবই সহজ। কিছু কিছু রাজ্যে লার্নিং লাইসেন্স পেতে হলে ব্যবহারকারীদের কেবল অনলাইনেই আবেদন করতে হয়; আবার কিছু রাজ্যে এই সুবিধাটি এখনও পুরোপুরিভাবে উপলব্ধ নয়। তাই আপনি যে রাজ্যে বসবাস করেন, সেখানে ঠিক কী পদ্ধতিতে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে, তা সঠিকভাবে জানতে হলে আরটিও অফিসে যেতে হবে আপনাকে।

অনলাইনে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করুন (Follow the Steps Below to Apply for Learner’s Licence Online)

▪️লার্নার লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে হলে প্রথমে পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট https://parivahan.gov.in/parivahan/ -এ যান।

▪️এরপর অনলাইন সার্ভিস অপশনে গিয়ে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেস (Driving Licence Related Services) সিলেক্ট করুন।

▪️এখন আপনি যে রাজ্যে বসবাস করেন, সেটি চয়ন করুন।

▪️এবার অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স (apply for learner licence) অপশনে ক্লিক করুন।

▪️এখন লার্নার লাইসেন্সের জন্য আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলআপ করুন।

▪️এরপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করুন।

▪️এখন লার্নার লাইসেন্স পাওয়ার জন্য নির্ধারিত ফি জমা দিন।

▪️সবশেষে অনলাইন টেস্টের তারিখ নির্বাচন করুন।

এরপর পরীক্ষায় পাশ করার পর আপনি পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্সের (Driving Licence) জন্য আবেদন করতে পারবেন।