অনেক সস্তায় পাওয়া যাচ্ছে এই 7 স্মার্টফোন, Redmi Note 12 Pro 5G ও Samsung Galaxy F54 5G আছে লিস্টে

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Samsung Galaxy F54, Poco X5 Pro, Nothing Phone (2) এবং Motorola Edge 40-‌এর মতো ফোন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে

শুরু হয়ে গেছে Flipkart Big Billion Days সেল। আর এই সেলে ই-কমার্স প্ল্যাটফর্মটি Samsung Galaxy F54, Poco X5 Pro, Nothing Phone (2) এবং Motorola Edge 40-এর মতো বেশ কয়েকটি 5G স্মার্টফোনে দিচ্ছে লোভনীয় ছাড়। তাই আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আপনি যদি আপনার পুরনো স্মার্টফোনটি বদলে ফেলতে চান অথবা একটি নতুন 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে দেখে নিন এই প্রতিবেদনটি। কারণ আমরা এখানে বেশ কয়েকটি 5G স্মার্টফোনের দাম, ডিসকাউন্ট এবং ডিল সম্পর্কে বিশদে আলোচনা করতে চলেছি।

Samsung Galaxy F54 5G

ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে Samsung-এর এই ফোনটি দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা, যদিও এর এমআরপি ২৯,৯৯৯ টাকা। উল্লেখ্য, এই দাম কেবল ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট-এর জন্যই প্রযোজ্য।

Motorola Edge 40

এই বছরের সেরা 5G স্মার্টফোনগুলির মধ্যে একটি হলো Motorola Edge 40। যার এমআরপি ২৯,৯৯৯ টাকা হলেও, বর্তমানে ফ্লিপকার্টে এটি ২৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে৷

Poco X5 Pro

Poco X5 Pro স্মার্টফোনটির অফিসিয়ালি মূল্য ২৩,৯৯৯ টাকা হলেও, এটি এখন এই শপিং সাইটে আপনি পেয়ে যাবেন ১৭,৯৯৯ টাকায়। অর্থাৎ ডিভাইসটি এখন ৬০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে।

Redmi Note 12 Pro 5G

যারা রেডমির এই স্মার্টফোনটি কিনবেন বলে ঠিক করেছেন, তারা সেলে ২৪,৯৯৯ টাকার পরিবর্তে এটি পেয়ে যাবেন ২০,৯৯৯ টাকায়।

Google Pixel 7a

Google Pixel 7a অনুরাগীরা ৪৩,৯৯৯ টাকা মূল্যের এই স্মার্টফোনটি Flipkart Big Billion Days সেলে পেয়ে যাবেন ৩৫,৯৯৯ টাকায়।

Nothing Phone (2)

Nothing-এর এই ডিভাইসটির প্রকৃত দাম ৪৪,৯৯৯ টাকা হলেও, Flipkart Big Billion Days সেলে ৫০০০ টাকা ছাড়ের পর এটি ৩৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে।

iPhone 14

Flipkart-এ iPhone 14 এখন মাত্র ৫৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। তবে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট আরও ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।