Holi 2023: রঙ খেলতে গিয়ে ভিজে গেলেও নো চাপ, হোলিতে স্মার্টফোন বাঁচানোর টিপস জেনে নিন

দোলের দিন Smartphone কে জলের হাত থেকে সুরক্ষিত রাখতে হলে কী করা উচিত

আগামী পরশু, অর্থাৎ ৮ মার্চ গোটা দেশজুড়ে পালিত হবে দোলযাত্রা বা হোলি (Holi 2023)। এই খুশির উৎসবের দিনে বিশেষ আনন্দঘন মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করে রাখতে চান অনেকেই। তাই বহু চেষ্টা করা সত্ত্বেও শেষমেশ জল-আবীরের সংস্পর্শে চলেই আসে স্মার্টফোন (Smartphone), আর তাতে কিছু না কিছুভাবে রং-জল পড়েই যায়। স্বভাবতই এমত পরিস্থিতিতে ফোনের ভিতরে জল ঢুকে গেলে সেটি নষ্ট হয়ে যেতে পারে। যদিও জল প্রতিরোধী হিসেবে আজকাল বহু স্মার্টফোনই আইপি (IP) রেটিং সহ আসে, কিন্তু জল পড়া মাত্রই বহু ক্ষেত্রে দেখা যায় যে, ডিভাইসগুলি উক্ত প্রতিশ্রুতি রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যদিও অনেকেই পরামর্শ দেন যে, রং খেলার সময় সাথে স্মার্টফোন না রাখাই উচিত, তবে কোনো পার্টিতে থাকলে কিংবা রাস্তায় বেরোলে এমনটা করা সম্ভব হয়ে ওঠে না।

তবে আপনি চাইলে কয়েকটি দুর্দান্ত কৌশল অবলম্বন করে খুব সহজেই আপনার মুঠোফোনকে জল-আবীর থেকে বাঁচাতে পারেন। আবার, দুর্ভাগ্যবশত আপনার স্মার্টফোনে যদি কোনোভাবে জল পড়েও যায়, তাহলে ডিভাইসটিকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্যেও বেশ কিছু উপায় মজুত রয়েছে। আর আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে এরকম কয়েকটি দুর্দান্ত কৌশলের (Holi Smartphone Care Tips & Tricks) কথাই জানাতে চলেছি। তবে এক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে, এগুলির কোনোটারই কিন্তু কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ, নিম্নোক্ত উপায়গুলি মেনে চললে স্মার্টফোনকে যে সুরক্ষিত রাখা যাবেই, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ক্ষতির পরিমাণটা যে নিঃসন্দেহে কমানো যাবে, সেকথা বলাই বাহুল্য। তাই রং খেলতে খেলতে যদি আপনার স্মার্টফোনে জল ঢুকে যায় কিংবা সেটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রাথমিকভাবে এই প্রতিবেদনে উল্লিখিত উপায়গুলি অবলম্বন করার পর অবশ্যই কোনো অথোরাইজড রিপেয়ারিং স্টোরে গিয়ে কোনো পেশাদার মেকানিকের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন।

হোলিতে আপনার Smartphone যদি জল পড়ে যায়, তবে আপনার কী করা উচিত?

• প্রথমত, অবিলম্বে ফোনটিকে বন্ধ করতে একেবারেই ভুলবেন না। কারণ জলের সংস্পর্শে আসার পর যতক্ষণ ফোনটির স্যুইচ অন থাকবে, সেটির ক্ষতির পরিমাণও ততটাই বাড়বে এবং ধীরে ধীরে ডিভাইসটির পুনরায় সুস্থ হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমে আসবে। আবার, যারা বর্তমানে ফিচার ফোন (ফিজিক্যাল কীপ্যাডযুক্ত পুরোনো ফোন) ব্যবহার করেন, তাদের হ্যান্ডসেটে দোলের দিন জল পড়ে গেলে তাদেরকে অবিলম্বে পিছনের প্যানেলটি খুলে ডিভাইস থেকে ব্যাটারিটিকে আলাদা করে ফেলতে হবে।

• এর পরবর্তী পদক্ষেপটি সকলের মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্মার্টফোনে জল ঢুকলে এই ভুলটি কমবেশি প্রত্যেকেই করে থাকেন। সবসময় মনে রাখবেন, জল ঝড়ানোর জন্য স্মার্টফোনটিকে কখনোই ঝাঁকাবেন না। এমনটা করলে হ্যান্ডসেটের ইন্টারনাল কম্পোনেন্টগুলিও জলের সংস্পর্শে চলে আসে। এছাড়া, ফোনের জল শুকানোর জন্য কোনোমতেই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এর ফলে ফোনের একদম ভিতরের অংশে জল ঢুকে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তদুপরি, হেয়ার ড্রায়ার থেকে উৎপন্ন তাপ ফোনের অভ্যন্তরীণ একাধিক অংশের প্রভূত ক্ষতিসাধন করতে পারে।

• ফোন জলে পড়লে শুকনো কাপড় দিয়ে সেটির পৃষ্ঠতল থেকে পুরোপুরিভাবে জলটা মুছে ফেলতে হবে। শুধু তাই নয়, জল যাতে স্বয়ংক্রিয়ভাবে শুকিয়ে যায়, তার জন্য এর পরের বেশ কয়েকটা দিন হ্যান্ডসেট ব্যবহার না করাই উচিত। তদুপরি, এই কটা দিন ফোনে চার্জ দেওয়া থেকেও ইউজারদেরকে বিরত থাকতে হবে। এছাড়া, তাড়াতাড়ি জল শুকানোর জন্য হ্যান্ডসেটটিকে অন্ততপক্ষে ছয়-আট ঘণ্টা চালের কৌটোয়ও রেখে দেওয়া যেতে পারে। এটিও এ যাবৎ অত্যন্ত কার্যকর উপায় বলে প্রমাণিত হয়েছে।

• ফোনটি বাইরে থেকে পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়া মাত্রই ইউজারদেরকে সিম কার্ড এবং সিম ট্রে স্মার্টফোন থেকে আলাদা করে ফেলতে হবে। উল্লেখ্য যে, ফোনের ভিতর থেকে আলাদা করা প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া একান্ত আবশ্যক। তবে শেষে আবারও একবার মনে করিয়ে দিই যে, উপরিউক্ত যাবতীয় উপায়গুলির সুনিশ্চিত ফলাফলের কিন্তু কোনো গ্যারান্টি নেই।

দোলের দিন Smartphone কে জলের হাত থেকে সুরক্ষিত রাখতে হলে কী করা উচিত?

আপনি যদি বন্ধুদের সাথে হোলি উদযাপন করতে বাইরে কোথাও যেতে চান, তবে সেক্ষেত্রে জিপ-লক ব্যাগে স্মার্টফোনটিকে রাখা যেতে পারে। আবার, আপনি ওয়াটারপ্রুফ পাউচও ব্যবহার করতে পারেন। মূলত বৃষ্টির দিনে জোম্যাটো / সুইগির এক্সিকিউটিভদের এগুলি ব্যবহার করতে দেখা যায়। সবচেয়ে বড়ো কথা হল, এই পাউচগুলি বেশ সস্তা; অ্যামাজন (Amazon)-এ এরকম অনেক পাউচ ২০০ টাকারও কম দামে উপলব্ধ রয়েছে, এবং অর্ডার করার এক দিনের মধ্যেই জিনিসটি আপনার বাড়িতে ডেলিভারি করা হবে। সেক্ষেত্রে এখনও তো একটা দিন বাকি আছে, তাই এর মধ্যে আপনি এই ধরনের একটি পাউচ অতি অনায়াসে কিনে ফেলে জমিয়ে আসন্ন রঙের উৎসব উদযাপনের মজা উপভোগ করতে পারেন। সবশেষে বলে রাখি, হোলির দিন স্মার্টফোন সহ যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেটের সুরক্ষার জন্য সাথে মোটা প্লাস্টিক রাখতে কিন্তু একেবারেই ভুলবেন না।