আজেবাজে কন্টেন্ট থেকে দূরে থাকতে চান? এভাবে Google Chrome-এ ওয়েবসাইট ব্লক করুন

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজার Google Chrome-এর হাজার রকম ফিচারের মধ্যে কার্যকরী একটি হল ওয়েবসাইট ব্লকিং। এই অপশনটির মাধ্যমে ইউজাররা অবাঞ্ছিত সমস্ত কন্টেন্ট (যেমন ম্যালিশিয়াস ওয়েবসাইট বা অ্যাডাল্ট কন্টেন্ট) থেকে দূরে থাকতে পারেন। আবার কাছে যদি স্মার্টওয়াচ থাকে তাহলে আপনার নির্দিষ্ট ওয়েবসাইটে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করার প্রবণতাকেও অনেকটা নিয়ন্ত্রণে (পড়ুন লিমিটে) আনা যাবে। সেক্ষেত্রে আপনি যদি মোবাইল থেকে Chrome ব্যবহার করে থাকেন এবং এই ওয়েবসাইট ব্লকিং ফিচারটি সম্পর্কে অবগত না হন, তাহলে আমাদের এই প্রতিবেদন আপনার অত্যন্ত কাজে আসবে। কারণ আজ আমরা Chrome-এ ওয়েবসাইট ব্লক করার সেটিংস আপনাদের সাথে শেয়ার করব।

এভাবে পরিবর্তন করুন Google Chrome-এর সেটিংস

১. আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটে ক্রোম ব্রাউজার খুলুন।

২. অ্যাড্রেস বারের ডানদিকে ‘মোর’ (More) অপশনে ক্লিক করুন এবং তারপর সেটিংসে যান।

৩. ‘অ্যাডভান্স’ (Advance) সেকশনে গিয়ে সাইট সেটিংসে ট্যাপ করুন। এরপর আপনি যে পারমিশনটি আপডেট করতে চান সেটিতে ট্যাপ করুন।

৪. এখানে আপনি কোনো একটি নির্দিষ্ট সাইটকে পারমিশন দিতে বা ব্লক করতে পারবেন। এক্ষেত্রে সাইটটি, ডিফল্ট সেটিংসের পরিবর্তে আপনার সেট করা পারমিশনগুলি ব্যবহার করবে৷

৫. এছাড়াও একটি সাইটে গিয়ে অ্যাড্রেস বারের বাম দিকে লক অপশনে ক্লিক করুন এবং পারমিশনগুলিতে যান।

৬. এরপর আপনি যে অনুমতিটিতে আপডেট করতে চান সেটিতে ট্যাপ করুন।

৭. কোনো একটি সেটিং পরিবর্তন করতে, সেটি সিলেক্ট করুন।

৮. সাইটটির সেটিংস ক্লিয়ার করতে ‘রিসেট পারমিশন’ (Reset permissions) অপশনে ক্লিক করুন।

মনে রাখবেন, আপনি যখন একটি সাইটে একটি সেটিং পরিবর্তন করবেন, তখন সাইটের নামের পাশের আইকনটিও সেটিংসের আইকনে পরিবর্তিত হবে৷