Ola S1 Air নাকি Ather 450S? কার মাইলেজ বেশি, সস্তায় কোন স্কুটার কিনলে আপনার লাভ

ফেম-টু সাবসিডি কাঁটছাট হতেই দেশে ইলেকট্রিক ভেহিকেল কেনার খরচ বেড়েছে। এই পরিস্থিতিতে চাহিদা বজায় রাখতে অপেক্ষাকৃত সস্তায় মডেল লঞ্চ করছে নির্মাতারা। যেমন Ola গত মাসে তাদের কমদামী মডেল S1 Air লঞ্চ করেছে। যার বুকিং এর মধ্যেই ৫০,০০০ ছাড়িয়ে৷ অন্যদিকে, Ola S1 Air-কে টেক্কা দিতে আসছে Athe 450S। এই প্রতিবেদনে বৈদ্যুতিক স্কুটার দু’টির মধ্যে তুলনা রইল।

Ola S1 Air vs Ather 450S : ডিজাইন

প্রথম দর্শনে Ola S1 Air-কে দেখে অনেকেই S1 Pro বলে ভুল করতে পারেন। যদিও কাছ থেকে দেখলে S1 Air-এ প্রথাগত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডুয়েল রিয়ার শক, ১২-ইঞ্চি অ্যালয় হুইল, এবং পেছনে ব্ল্যাক আউট অংশের দেখা মিলবে। দুই মডেলে সমান হেডলাইট সেটআপ দেওয়া হয়েছে। Ola S1 Pro-এর থেকে S1 Air ১৩ কেজি হালকা।

অন্যদিকে Ather 450S-ও ডিজাইনের দিক থেকে সংস্থার ফ্ল্যাগশিপ স্কুটার 450X-এর সাথে অনুরূপ। এতে রয়েছে ছিমছাম ডিজাইন ও শার্প স্পোর্টি স্টাইলিং। স্কুটারটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মোনোশক, এলইডি হেডলাইট ও অ্যালয় হুইল সহ হাজির হবে।

Ola S1 Air vs Ather 450S : ব্যাটারি স্পেসিফিকেশন ও রেঞ্জ

Ola S1 Air পাচ্ছে ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। ইকো মোডে এটি ফুল চার্জে ১২৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। মোটরের আউটপুট ৪.৫ কিলোওয়াট। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ৫ ঘন্টা সময় নেবে। Ather 450S-ও একটি ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সমেত আসছে। যেখানে 450X-এ উপস্থিত একটি ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। 450S থেকে ১১৫ কিলোমিটার রেঞ্জ মিলবে বলে দাবি করেছে এথার।

Ola S1 Air vs Ather 450S : ফিচার্স

Ola S1 Pro-এর সমস্ত ফিচার S1 Air-এও থাকছে, কেবল হাইপার মোড ছাড়া। S1 Air পাচ্ছে সামান্য ছোট বুট, যা ৩৪ লিটার এবং ফ্ল্যাট ফ্লোরবোর্ড। আবার Pro মডেলটির তুলনায় কম রেজোলিউশনের টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে এতে।

অন্যদিকে, Ather তাদের আসন্ন 450S-এর দাম কম রাখতে 450X-এর বেশ কিছু ফিচার বাদ দিয়েছে। যদিও ফিচারের নতুন তালিকাটি এখনও সামনে আসেনি। অনুমান করা হচ্ছে এতে কম রেজুলেশন যুক্ত ডিসপ্লে দেওয়া হবে। লঞ্চের পরই স্কুটারটির সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব।