WB HS Result 2024: একদিন পরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে-কখন অনলাইনে দেখবেন?

WBCHSE Results 2024: আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই নতুন স্বপ্নের পথে উড়াল দেবে পশ্চিমবঙ্গের নবীনপ্রজন্ম। আসলে দীর্ঘ কয়েক সপ্তাহের চিন্তাভাবনার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার…

WBCHSE Results 2024: আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই নতুন স্বপ্নের পথে উড়াল দেবে পশ্চিমবঙ্গের নবীনপ্রজন্ম। আসলে দীর্ঘ কয়েক সপ্তাহের চিন্তাভাবনার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার অর্থাৎ ৮ই মে দুপুরে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Class 12 Exam Results) রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এক্ষেত্রে দুপুর ১টায় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ তথা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (WBHSE) প্রতিবারের মতোই প্রেস কনফারেন্সের মাধ্যমে ফলাফল ঘোষণা করবে, আর একবার ফল প্রকাশ হয়ে গেলে তা বেশ কিছু অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখা যাবে।

কীভাবে অনলাইনে উচ্চ মাধ্যমিকের ফল দেখা যাবে? (How to check HS 2024 result online)

এই বুধবার দুপুর ৩টে থেকে www.wbchse.wb.gov.in ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিক ২০২৪-এর ফল জানা যাবে। এছাড়াও ব্যবহার করা যেতে পারে www.wbresults.nic.in এবং www.results.shiksha-এর মতো পোর্টালও। এক্ষেত্রে ফলাফল দেখার পাশাপাশি ওয়েবসাইটগুলি থেকে অস্থায়ী মার্কশিটও ডাউনলোড করা যাবে। সেক্ষেত্রে রেজাল্ট চেক করতে –

১. প্রথমে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের www.wbchse.wb.gov.in ওয়েবসাইট খুলতে হবে।

২. হোম পেজে ‘West Bengal Higher Secondary Examination Results 2024’ লেখাটি প্রদর্শিত হবে।

৩. ওই লেখায় ক্লিক করলে স্ক্রিনে একটি সংক্ষিপ্ত ফর্ম খুলে যাবে, যাতে রোল নম্বর, জন্মতারিখ জাতীয় তথ্য এন্টার করতে হবে। 

৪. এরপর ‘Submit’ অপশনে ক্লিক করলে ফলাফল মার্কশিট আকারে সামনে আসবে। চাইলে সেটিকে আর কয়েক ক্লিকে ডাউনলোড করা যেতে পারে। 

উল্লেখ্য, এক্ষেত্রে অন্য দুটি ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখার পদ্ধতি কার্যত একই। এছাড়া পরীক্ষার্থীরা আগামী ১০ই মে থেকে তাদের স্কুলের মাধ্যমে মার্কশিট হাতে পাবে।

HS 2023: ২০২৩ সালে কেমন ছিল রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল?

গতবছর পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৯.৪৪% – মোট ৭,৩৭,৮০৭ জন শিক্ষার্থী সেবার উত্তীর্ণ হয়েছিল, যার মধ্যে ছেলেদের পরিসংখ্যান ছিল ৯১.৮৬ শতাংশ এবং মেয়েদের মধ্যে ৮৭.২৬ শতাংশ পাশ করেছিল।

HS 2025: পরের বছর উচ্চ মাধ্যমিক কবে? 

আগামী ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩রা মার্চ, যা ১৮ই মার্চ অবধি চলবে। তবে পরের বছর বদলে যাবে পরীক্ষার পদ্ধতি, নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী চিরাচরিত বার্ষিক রীতির বদলে এবার কলেজের মতো সেমেস্টার নিয়মে হবে পরীক্ষা। এর ফলে পরীক্ষার্থীদের বছরে দুবার নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে।