অনলাইন বা অফলাইনে PF ব্যালেন্স কিভাবে চেক করবেন

আপনি যদি সরকারি বা বেসরকারি চাকুরীজীবি হোন তাহলে প্রভিডেন্ট ফান্ড (PF) এর কথা অবশ্যই জেনে থাকবেন। সাধারণত ভারতীয় কোম্পানিগুলো আপনার বেতনের কিছু অংশ কেটে রাখে এবং এই অর্থ EPF অ্যাকাউন্টে জমা করে। যেমন ধরুন আপনার বেতন ২০,০০০ টাকা কিন্তু কোম্পানি আপনাকে ১৫,০০০ টাকা দিয়ে বাকি ৫,০০০ টাকা কেটে রেখে দেয়। এই ৫,০০০ টাকা কোম্পানি EPF অ্যাকাউন্টে জমা করে। তো প্রশ্ন হলো এখন আপনার এই EPF অ্যাকাউন্টে কত টাকা জমলো কিভাবে জানবেন। তো আসুন জেনে নেই কিভাবে অনলাইনে বা অফলাইনে PF ব্যালেন্স চেক করবেন?

অনলাইন PF ব্যালেন্স চেক :

প্রথমে আপনার UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) কে এক্টিভ করতে হবে। এক্টিভ করার জন্য কমবেশি ৬ ঘন্টা সময় লাগে।

এক্টিভ হওয়ার পর আপনি আপনার UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) অ্যাকাউন্টে এক্সেস করতে পারবেন।

এবার আপনাকে EPFO ওয়েবসাইটে যেতে হবে এবং এখানে আপনাকে আইডি দিয়ে লগইন করতে হবে।

লগইন করার পর আপনি অ্যাকাউন্টে ‘ভিউ পাসবুক’ দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই আপনার জমা টাকা সম্পর্কে জানা যাবে।

SMS এর মাধ্যমে PF ব্যালেন্স চেক :

SMS এর মাধ্যমে PF ব্যালেন্স চেক করার জন্য আপনার UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) কে এক্টিভ করতে হবে।

এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে ‘EPFOHO UAN’ লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নাম্বারে পাঠিয়ে দিন।

এরপর আপনার ফোনে একটি মেসেজ আসবে যেখানে অ্যাকাউন্ট ব্যালান্স জানানো হবে।

মিস কলের মাধ্যমে PF ব্যালেন্স চেক :

আপনি কেবল একটি মিস কলের মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালান্স জানতে পারেন।

এরজন্য আপনার মোবাইল নাম্বারের সাথে UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) কে যুক্ত করতে করতে হবে।

এরপর রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে +৯১১১২২৯০১৪০৬ নাম্বারে মিস কল করলেই অ্যাকাউন্ট ব্যালান্স জেনে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *