একটি Aadhaar-এর সাথে যুক্ত ৬০০-র বেশি মোবাইল নম্বর, আপনার নামেও জালিয়াতি চলছে না তো?
আপনার আধার কার্ডের সাথে অন্য মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা কীভাবে জানবেন?

Aadhaar Scam: বিগত কয়েক বছরে আধার কার্ড (Aadhaar Card) ভারতের নাগরিকদের জন্য খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারি, বেসরকারি বিভিন্ন ক্ষেত্রেই এই নথিটি এখন প্রয়োজন। কিন্তু আধারের এই ওপর এই নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে জালিয়াতির প্রবণতা বাড়ছে। বিশেষ করে আধার কার্ডকে একাধিক সিম কার্ডের সাথে লিঙ্ক করে স্ক্যাম চালানোর বিষয়টি কার্যত জল-ভাতে (সাধারণ বিষয়) পরিণত হয়েছে। সেক্ষেত্রে এবার এই ধরণের স্ক্যাম সম্পর্কে এমন একটি তথ্য সামনে এসেছে, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে। সম্প্রতি ভারতের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আবিষ্কার করেছে যে, দেশে গড়ে একজন ব্যক্তির একক আধার নম্বর ব্যবহার করে ১০০ থেকে ১৫০টি মোবাইল কানেকশন বা সিম সক্রিয় রাখা হচ্ছে – অনুমান করা হচ্ছে, জালিয়াতির উদ্দেশ্যেই এমন কাজ করা হচ্ছে। তাই অবিলম্বে নম্বরগুলি বাতিল করার জন্য সংশ্লিষ্ট মোবাইল সার্ভিস প্রোভাইডারের কাছে চিঠি পাঠানো হয়েছে।
Aaadhar-এর সাহায্যে অ্যাক্টিভ প্রচুর ভুয়ো সিম, বাড়ছে স্ক্যাম
জানা গিয়েছে যে, গত চার মাসে তামিলনাড়ুর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট প্রতারণামূলক কার্যকলাপের সন্দেহে গোটা রাজ্য জুড়ে ২৫,১৩৫টি সিম কার্ড ব্লক করেছে। বিজয়ওয়াড়ার ক্ষেত্রে ছবিটা আবার অন্য, সেখানে একটি আধার ডিটেইলস ব্যবহার করে ইস্যু করা হয়েছে ৬৫৮টি সিম কার্ড৷ রিপোর্ট অনুযায়ী, এই সমস্ত সিম কার্ড পলুকোন্ডা নবীন নামক এক ব্যক্তির নামে রেজিস্ট্রার্ড ছিল, যিনি মোবাইলের দোকান এবং অন্যান্য জায়গায় সিমের জোগান দেন। অর্থাৎ গোড়াতেই হচ্ছে গলদ! আপনি নিজের আধার জমা দিয়ে সিম নিলেন, আর দেখা গেল সেই তথ্য ব্যবহার করে সক্রিয় হয়েছে আরও নম্বর তাও আবার আপনার অজান্তেই।

প্রসঙ্গত উল্লেখ্য, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বা ডিওটি (DoT), ‘ASTR’ নামক বিশেষ এআই (AI) টুল ব্যবহার করে এই চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করেছে। এই সফ্টওয়্যারটি সিম কার্ড জালিয়াতির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর, কারণ এটি সিম কার্ড ব্যবহারকারীদের ছবি ফিল্টার এবং শনাক্ত করতে সক্ষম। এর মাধ্যমেই জানা গিয়েছে যে, একটি আধারের ছবি দিয়ে ঠিক কত সংখ্যক সিম তোলা হয়েছে।
কীভাবে এই জালিয়াতি এড়াবেন?
আপনার আধার তথ্য ব্যবহার করে অন্য কেউ সিম ব্যবহার করলে যে সমূহ বিপদ হতে পারে, তা নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবেনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, কীভাবে এই আধার কার্ড সংক্রান্ত জালিয়াতি এড়াবেন বা আপনার আধারের সাথে কতগুলি সিম লিঙ্ক আছে তা জানতে পারবেন? সেক্ষেত্রে টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) গত বছর একটি পোর্টাল চালু করেছে যা টেলিকম গ্রাহকদের তাদের আধার নম্বরের সাথে লিঙ্কড্ সমস্ত রেজিস্টার্ড মোবাইল নম্বর পরীক্ষা করার সুবিধা দেয়।
Aadhaar-এর সাথে কতগুলি মোবাইল নম্বর লিঙ্ক আছে তা কীভাবে জানা যাবে?
আগেই বলেছি ডিওটি এই আধার-সিম লিঙ্ক সংক্রান্ত তথ্য জানার জন্য একটি পোর্টাল চালু করেছে। টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন (TAFCOP) হিসেবে পরিচিত এই পোর্টালই টেলিকম গ্রাহকদের তাদের আধার নম্বরের সাথে লিঙ্কড্ করা সমস্ত ফোন নম্বর চেক করতে দেবে। এর জন্য –
১. প্রথমে https://tafcop.dgtelecom.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. আপনার মোবাইল নম্বর লিখুন এবং ওটিপি (OTP) জেনারেট করুন।
৩. ওটিপি সাবমিট করুন।
৪. এতে আধার কার্ডের সাথে নিবন্ধিত সমস্ত মোবাইল নম্বরগুলি প্রদর্শিত হবে।