WhatsApp-এ কীভাবে চ্যাট লক করবেন, অ্যাপ খুললেও দেখা যাবে না

WhatsApp তাদের ব্যবহারকারীদের চ্যাট লক করার সুবিধা দেয়। এই ফিচারের সাহায্যে পার্সোনাল চ্যাটকে অন্যদের থেকে সুরক্ষিত রাখা যায়। এই ফিচারটি ব্যবহার করে, আপনি আপনার পার্সোনাল…

How To Lock Whatsapp Chat Keep Your Personal Chats Safe Know How

WhatsApp তাদের ব্যবহারকারীদের চ্যাট লক করার সুবিধা দেয়। এই ফিচারের সাহায্যে পার্সোনাল চ্যাটকে অন্যদের থেকে সুরক্ষিত রাখা যায়। এই ফিচারটি ব্যবহার করে, আপনি আপনার পার্সোনাল চ্যাটকে একটি পৃথক সেকশনে লুকিয়ে রাখতে পারবেন। আবার পাসকোড বা বায়োমেট্রিক ডেটা (যেমন আঙুলের ছাপ বা ফেস আইডি) ব্যবহার করে সেই সেকশনে ঢুকতে পারবেন।

ফলে আপনি যদি কারও সঙ্গে পার্সোনাল চ্যাট করতে চান, তাহলে এই ফিচারটি আপনার দারুণ কাজে আসবে। চলুন WhatsApp এর এই ফিচারটি কীভাবে কাজ করে জেনে নেওয়া যাক।

WhatsApp চ্যাট লক করবেন কীভাবে

  • প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন।
  • এবার ওপেন করে আপনি যে হোয়াটসঅ্যাপ চ্যাট লক করতে বা লুকাতে চান তা বেছে নিন।
  • এবার স্ক্রিনের উপরের দিকে উপস্থিত তিনটি ডটে ক্লিক করুন।
  • এখানে বিভিন্ন বিকল্প দেখতে পারবেন, এখান থেকে ‘লকড চ্যাট’ বিকল্পটি নির্বাচন করুন।
  • আপনি যদি প্রথমবার ফিচারটি ব্যবহার করেন তবে আপনাকে একটি পাসকোড সেট করার বা আপনার ফোনের বায়োমেট্রিক ডেটা (ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি) ব্যবহার করার সুবিধা দেওয়া হবে।
  • এর পরে, চ্যাটটি লক হয়ে যাবে এবং অন্যান্য চ্যাটগুলির সাথে আর দেখা যাবে না।

লক করা WhatsApp চ্যাট কীভাবে খুঁজে পাবেন

হোয়াটসঅ্যাপ খোলার পর চ্যাট উইন্ডোতে একটি লক আইকন দেখতে পাবেন, তাতে ট্যাপ করুন। এবার লক করা চ্যাটগুলি পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট ডেটা ঠিক দেওয়ার পরে প্রদর্শিত হবে। এইভাবে লক থাকা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখা যাবে।

WhatsApp তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে, লকড চ্যাট ফিচার কিছু অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব ডিভাইসে সাপোর্ট করবে।