WhatsApp কলিংয়ের মজা এবার PC ও ল্যাপটপে, এই স্টেপ ফলো করুন

পৃথিবীর যে কোণাতেই যে বসবাস করুক না কেন, বর্তমানে কোটি কোটি মানুষকে একই ছন্দে বেঁধে রেখেছে WhatsApp! বলতে গেলে সমস্ত স্মার্টফোন ইউজারই এখন রোজকার চ্যাটিং,…

পৃথিবীর যে কোণাতেই যে বসবাস করুক না কেন, বর্তমানে কোটি কোটি মানুষকে একই ছন্দে বেঁধে রেখেছে WhatsApp! বলতে গেলে সমস্ত স্মার্টফোন ইউজারই এখন রোজকার চ্যাটিং, চটজলদি ছবি/ভিডিও এবং PDF জাতীয় ফাইল শেয়ারিংয়ের জন্য Meta মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকেন। এমনকি ইন্টারনেট কলিংয়ের (ভয়েস বা ভিডিও) ক্ষেত্রেও WhatsApp-এর জুড়ি মেলা ভার। সেক্ষেত্রে আপনি যদি আকছার WhatsApp-এর মাধ্যমে প্রিয়জন-পরিজনদের সাথে কথা বলার জন্য কিংবা কোনো কাজের জন্য ভিডিও কল করে থাকেন, কিন্তু স্মার্টফোনের ছোট্ট স্ক্রিনের কারণে সেই কলে আপনি স্বস্তি না পান, তাহলে আমাদের আজকের প্রতিবেদনটি আপনার অত্যন্ত কাজে আসবে। কারণ এখানে আমরা ১৪-১৫ ইঞ্চি সাইজের বড় স্ক্রিনে WhatsApp-এর মাধ্যমে ভিডিও কল করার উপায় শেয়ার করব।

ল্যাপটপ বা PC থেকে করুন WhatsApp-এ ভিডিও কল

আসলে হোয়াটসঅ্যাপ যেমন মোবাইল অ্যাপের পাশাপাশি ওয়েব ভার্সনেও উপলব্ধ, ঠিক তেমনই এই হোয়াটসঅ্যাপ ওয়েবকে কাজে লাগিয়ে আপনি ডেস্কটপের মাধ্যমে ভিডিও বা ভয়েস কল করতে পারবেন। এক্ষেত্রে বড় স্ক্রিন থেকে করা কলগুলিও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড সুরক্ষাপ্রাপ্ত হবে। আর সব থেকে বড় ব্যাপার হল যে পিসি বা ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপ কল করার জন্য আপনাকে বেশি ঝামেলাও পোহাতে হবেনা।

এইভাবে হবে কাজ

১. আপনি যদি পিসি বা ল্যাপটপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কল করতে চান তবে আপনাকে প্রথমে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ খুলে ফোনে কিউআর (QR) কোড স্ক্যান করতে হবে। এতে করে মোবাইল এবং ডেক্সটপে একই হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকবে।

২. এখন আপনি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ উইন্ডো দেখতে পেলে যাকে কল করতে চান তার কন্ট্যাক্ট সিলেক্ট করতে হবে।

৩. এক্ষেত্রে মোবাইল অ্যাপের মতোই আপনি বড় স্ক্রিনে একটি কলিং আইকন দেখতে পাবেন, যেখানে ক্লিক করলে কল করা যাবে। তবে ভিডিও কল করার আগে আপনাকে ডিভাইসে মাইক্রোফোন, ক্যামেরা এবং স্পিকার সক্রিয় রাখতে হবে।