Apple iPhone 15 Event 2023 Live: মোবাইল থেকে লাইভ দেখুন আইফোন ১৫ সিরিজ লঞ্চ, এখানে ক্লিক করুন

আজ রাত সাড়ে ১০টা থেকে ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে শুরু হতে চলা অ্যাপলের ওয়ান্ডারলাস্ট ২০২৩ ইভেন্টে লঞ্চ হবে নতুন iPhone 15 Series।

Apple Event 2023 Live Stream: iPhone নির্মাতা Apple এর মেগা ইভেন্ট (Apple Wonderlust Event 2023) আজ থেকে শুরু হচ্ছে। এই ইভেন্টে আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series), নতুন Apple Watch, নয়া Earbuds লঞ্চ হবে‌। পাশাপাশি Apple এর বিভিন্ন প্রোডাক্টের অপারেটিং সিস্টেমের নয়া ভার্সনের উপর থেকে পর্দা সরানো হবে। তাই আজকের ইভেন্টটি লাইভ দেখতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। আপনিও যদি সেই দলে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।

Apple Wonderlust 2023 ইভেন্ট লাইভ কীভাবে দেখবেন

আজ রাত সাড়ে ১০টা থেকে ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে শুরু হতে চলা অ্যাপলের ওয়ান্ডারলাস্ট ২০২৩ ইভেন্টে লঞ্চ হবে নতুন আইফোন ১৫ সিরিজ। অ্যাপলের ইউটিউব চ্যানেল এবং অ্যাপলের ওয়েবসাইট থেকে ইভেন্টটি দেখা যাবে। আবার Apple TV+ ও Apple ডেভেলপার অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ইভেন্টটি দেখা যাবে।

Youtube -এ বিনামূল্যে দেখুন Apple iPhone 15 সিরিজের লাইভ লঞ্চ ইভেন্ট

ফোনে ইউটিউবের সাহায্যে অ্যাপলের মেগা ইভেন্ট (Apple Wonderlust Event 2023) দেখা যাবে। এই ইভেন্ট ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় সরাসরি সম্প্রচারিত হবে (Apple Event Today At 10:30 PM)। ইউটিউবে অ্যাপল ইভেন্ট দেখার জন্য নিন্মলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন।

  • প্রথমে আপনাকে স্মার্টফোনে ইউটিউব খুলতে হবে। (ইউটিউব অ্যাপ বা ওয়েব সংস্করণ)
  • এবার আপনাকে ইউটিউবে সার্চ বক্সে Apple official youtube channel সার্চ করতে হবে।
  • এখন আপনাকে Apple Event- September 12 বিকল্পটি নির্বাচন করতে হবে।
  • এবার ইভেন্টটি শুরু হলে আপনি লাইভ দেখতে পারবেন।

এছাড়া নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করেও Apple Wonderlust Event 2023 ইভেন্ট লাইভ দেখতে পারবেন।