Smartphone Tips: বৃষ্টির দিনেও ফোন থাকবে সুরক্ষিত-ঝকঝকে, যদি মানেন এই 7 উপায়

মানুষের জীবন তথা দুনিয়ার ধরণ-ধারণের সাথে প্রকৃতিও যেন বদলে যাচ্ছে। আগে যেখানে আষাঢ়-শ্রাবণ মাসে বর্ষাকাল হত, সেখানে এখন শরতের আবহাওয়ার পরিবর্তে প্রবল বৃষ্টি হচ্ছে –…

মানুষের জীবন তথা দুনিয়ার ধরণ-ধারণের সাথে প্রকৃতিও যেন বদলে যাচ্ছে। আগে যেখানে আষাঢ়-শ্রাবণ মাসে বর্ষাকাল হত, সেখানে এখন শরতের আবহাওয়ার পরিবর্তে প্রবল বৃষ্টি হচ্ছে – কখনও সকালে, কখনও সন্ধ্যায়, কখনও ভরদুপুরে বা রাতে! এমতাবস্থায় সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোনের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ ফোনটি জলে ভিজে গেলে এটি নষ্ট হয়ে যেতে পারে এবং এটি সারাতে খরচ হতে পারে অনেক টাকা। সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য আজ আমরা এমন কিছু উপায়ের কথা বলব, যেগুলি মানলে আপনারা নিজের স্মার্টফোনটিকে বৃষ্টির মরসুম থেকে নিরাপদে রাখতে পারেন।

বৃষ্টিতে ফোনের যত্ন নিন এভাবে

১. বর্ষাকালে ফোনকে সুরক্ষিত রাখতে সবসময় নিজের সাথে একটি সিলিকন কভার বহন করুন। এগুলি জল প্রতিরোধী হওয়ায় বৃষ্টিতে ফোন নষ্ট হবেনা। এছাড়া অনেক ফোন কভার আছে যেগুলি ওয়াটারপ্রুফ, এগুলি ব্যবহার করলে ফোনের যন্ত্রাংশে জল ঢোকার সম্ভাবনা থাকবেনা।

২. যদি বৃষ্টি হয় কিন্তু ফোনে গুরুত্বপূর্ণ কল আসে, তবে তা উপেক্ষাই করুন। নাহলে আপনারা ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করতে পারেন। তাছাড়া বৃষ্টির ফটোগ্রাফির জন্য ফোন বাইরে বের করার দরকার নেই। এতে করে ফোন ভিজে নষ্ট হয়ে যেতে পারে।

৩. ফোনটি যদি কোনো কারণে জলে ভিজে যায় তবে সেটি নরম কাপড় দিয়ে ফোনটি পরিষ্কার করুন। এরপর ভেজা ফোন সুইচ অফ করে চালের প্যাকেটে ২৪ থেকে ৪৮ ঘন্টা রাখুন।

৪. ভেজা ফোন শোকানোর জন্য কখনোই ব্লোয়ার, ড্রায়ার ইত্যাদি তাপ উৎপাদনকারী ডিভাইস ব্যবহার করবেননা।

৫. এছাড়া বৃষ্টির দিনে প্রচুর বজ্রপাত হলে ফোন বন্ধ করে দেওয়া উচিত। অনেক বলেন যে, বজ্রপাতের কারণে ডিভাইসের ক্ষতি হতে পারে।