ড্রাইভিং বা রান্নার সময়েও WhatsApp-এ করা যাবে লম্বা মেসেজ, হাত না লাগিয়ে ব্যবহার করুন এই ফিচার

রোজকার ব্যস্ত জীবনে আমরা WhatsApp-এর মাধ্যমে প্রচুর মেসেজ করে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে, চ্যাট করতে গিয়ে আমাদের দীর্ঘ লম্বা মেসেজ লেখার প্রয়োজন পড়ে; যা বেশ সময়সাপেক্ষ এবং ধৈর্যের কাজ। আবার কখনও গাড়ি চালানো বা অন্যান্য কাজের সময় জরুরি WhatsApp মেসেজের উত্তর দিতে হলে মনে হয় – আরও দুটো হাত থাকলে বুঝি ভালো হত। এমনিতে এই ধরণের পরিস্থিতি এড়াতে মানে হ্যান্ডস্ ফ্রি অভিজ্ঞতা প্রদান করতে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি ভয়েস মেসেজিংয়ের সুবিধা দেয় বটে, তবে সেখানেও রয়েছে একটি অসুবিধা! যাকে ভয়েস পাঠাবেন সেই রিসিভারপক্ষ ভয়েস নোটটি সেই মুহূর্তে শুনতে সক্ষম বা স্বচ্ছন্দ নাও হতে পারেন। সেক্ষেত্রে, আপনিও যদি আকছার এই ধরণের পরিস্থিতির শিকার হন তাহলে আপনার জন্য আমাদের কাছে আজ রয়েছে একটি সহজ সমাধান। কী সেটা? আসুন জেনে নিই…

হাত না লাগিয়ে ইচ্ছামত টাইপ করুন মেসেজ

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিভিন্ন কাজ করার জন্য আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant)-এর সাহায্য নিয়ে থাকি। সেক্ষেত্রে আকস্মিক পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপে মেসেজ টাইপ করার জন্যও কিন্তু এই ফিচারটি ব্যবহার করা যায়। এর জন্য আপনাকে শুধু ভয়েস কমান্ড দিতে হবে মানে মুখে কথা বলতে হবে। এছাড়া নিশ্চিত করতে হবে যে আপনার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট ইনস্টল আছে কিনা।

কীভাবে Google Assistant-এর সাহায্যে WhatsApp মেসেজ পাঠাবেন?

১. টাইপ না করে অ্যান্ড্রয়েড ফোনের ‘হোম’ বাটন লং প্রেস করুন এবং মুখে বলুন ‘হেই গুগল’ (Hey Google)। এতে আপনার ফোনে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সক্রিয় হয়ে যাবে।

২. এরপর ‘সেন্ড এ মেসেজ টু…’ (Send a message to…) কমান্ড দিয়ে যাকে মেসেজ পাঠাতে চান সেই কন্ট্যাক্টের নাম উচ্চারণ করুন।

৩. পরবর্তী ধাপে গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে জিজ্ঞাসা করবে যে কোন অ্যাপের মাধ্যমে আপনি মেসেজটি পাঠাতে চান। এক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপের নাম বলতে হবে। অ্যাপটি নির্বাচন করার পরে, গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে আপনার মনপসন্দ্ মেসেজ বলতে বলবে।

৪. মেসেজটি বলার পরে, গুগল আপনাকে তা পুনরাবৃত্তি করে শোনাবে এবং জিজ্ঞাসা করবে আপনি সেটি পাঠাতে চান কিনা। আপনি হ্যাঁ বললেই মেসেজ সেন্ড হয়ে যাবে। এতে করে বাঁচবে টাইপ করার সময় ও ঝঞ্জাট।

প্রসঙ্গত উল্লেখ্য, আপনারা চাইলে গুগল ভয়েস টাইপিং (Google Voice typing) কীবোর্ডটির ব্যবহারও করতে পারেন। এটি সেটিং থেকে অ্যাক্টিভ করা যাবে।