Facebook-এ Reel শেয়ার করে বাড়ানো যাবে ভিডিওর ভিউজ, জেনে নিন পদ্ধতি

TikTok এদেশে ব্যান হলেও Instagram Reel ফিচারের সৌজন্যে এখন প্রচুর মানুষ শর্ট ভিডিও বানিয়ে থাকেন।এমনকি এই ধরণের ভিডিও বানানোর প্রবণতা এতই বেড়েছে যে, আজকাল সোশ্যাল মিডিয়ায় সাধারণ পোস্ট করার পরিবর্তে ইউজাররা Reel পোস্ট করছেন। এক্ষেত্রে সাধারণত কারো Reel মজাদার হলে সেটিতে প্রচুর ভিউ আসে। মানে Reel ভিডিওগুলি কম আকর্ষণীয় হলে তার ভিউও কম হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে Reel ভিডিও প্রোমোট বা শেয়ার না করলেও তাতে ভালো ভিউজ্ আসেনা। তাই Instagram-এ Reel তৈরি করার পর আপনারা সেগুলি WhatsApp, Twitter-এর মত অন্যান্য নেটমাধ্যমে শেয়ার করতে পারেন। আবার যদি আপনার Facebook ফ্রেন্ড লিস্টে বেশি কানেকশন বা ফলোয়ার্স থাকে তাহলে কোনো Reel, Facebook Story-তে করলে সেটির ভিউ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

আজ্ঞে হ্যাঁ, ঠিকই বলছি। রিল কন্টেন্ট বানানো যদি আপনার নেশা বা কাজ হয়ে থাকে, তাহলে আপনি ফেসবুকের মাধ্যমে সেই ভিডিওগুলির ভিউ (যাকে বলে রিচ্) বাড়াতে পারেন। আসলে ইনস্টাগ্রামের মূল মালিক ফেসবুক (এখন মেটা), তার বহু পুরোনো ফেসবুক প্ল্যাটফর্মে রিল শেয়ারের অপশন দেয়। আর যেহেতু এই প্ল্যাটফর্মে ইউজারের সংখ্যা অনেক বেশি, তাই এতে ভিডিও ব্যাপকহারে প্রোমোট হতে পারে।

কীভাবে Facebook Story-তে Reel শেয়ার করবেন?

১. এক্ষেত্রে প্রথমে ফেসবুক খুলুন। যদি ফেসবুক অ্যাপ আপডেট না থাকে, তাহলে তা সবার আগে আপডেট করুন।

২. এরপর ফেসবুক প্রফিট (Facebook Profit) আইকনে যান।

৩. এখানে আপনি পোস্ট (Post) এবং রিলস (Reels) দুটি অপশন দেখতে পাবেন, যার মধ্যে থেকে আপনাকে দ্বিতীয় অপশনে ক্লিক করতে হবে।

৪. পরবর্তী ধাপে আপনি শেয়ার করতে চান, এমন যে কোনো রিলে ক্লিক করুন।

৫. রিল ভিডিওতে ক্লিক করার পর স্ক্রিনের নীচে ডান কোণায় শেয়ার অপশন আসবে, যেটিতে ক্লিক করলে ‘শেয়ার টু ইওর স্টোরি’ (Share to your story) অপশন same আসবে। পরবর্তী ধাপে ওই অপশনে ক্লিক করে আপনি সরাসরি স্টোরিটি শেয়ার করতে পারবেন, অথবা সেটিকে এডিট করতে পারবেন।