ফোনের ব্যাটারি শেষ করছে এই মোবাইল Apps, আনইনস্টল না করেও সমস্যার সমাধান করুন

আপনি কি জানেন আপনি ব্যবহার না করলেও মোবাইলে থাকা কিছু কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে। যার ফলে ধীরে ধীরে কমে যায় আপনার ফোনের ব্যাটারি। আর…

আপনি কি জানেন আপনি ব্যবহার না করলেও মোবাইলে থাকা কিছু কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে। যার ফলে ধীরে ধীরে কমে যায় আপনার ফোনের ব্যাটারি। আর যদি এমনটা আপনার সাথেও ঘটে থাকে, তাহলে চিন্তা করার বিশেষ কিছু নেই। কারণ, আপনাকে জানিয়ে রাখি, এখন আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন কোন অ্যাপগুলি সব থেকে বেশি ব্যাটারি শেষ করে। আর আপনি ফোনের সেটিংসে গিয়ে শনাক্ত করা অ্যাপগুলি আনইনস্টল না করেও ব্যাটারি বাঁচিয়ে রাখতে পারেন। তবে, এর জন্য আপনাকে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে, তাহলেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন।

ফোনের ডেভলপার অপশন থেকে বন্ধ করুন ব্যকগ্রাউন্ড অ্যাপ

এর জন্য প্রথমে Setting-এ যান।

সেখানে গিয়ে System-এ ট্যাপ করুন।

তারপর About Phone-এ ক্লিক করে Build number-এ আসুন।

এবার 7 বার ট্যাপ করে ডেভলপার অপশনটি এনাবল করুন।

তারপর পরবর্তী প্রক্রিয়ায় এগিয়ে যাবার জন্য পিন নম্বর লিখুন।

এবার মূল সেটিংসে ফিরে আসুন।

এবার System-এ ক্লিক করার পর আপনি Developer অপশনটি নির্বাচন করুন এবং রানিং সার্ভিসে ট্যাপ করুন।

তারপর আপনি যে অ্যাপটি বন্ধ করতে চান সেটির উপর ক্লিক করুন।

এখানে আপনি Stop বাটনে ক্লিক করে Ok প্রেস করলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে।